রাজনীতি

একশদিনের কাজের বকেয়া টাকা আদায়ের আন্দোলন গড়ছে তৃণমূল

1oo days work

The Truth of Bengal: একশদিন সহ নানা প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রের সরকার।১ লক্ষ ১৫হাজার কোটি টাকা বিভিন্ন খাতে পায়।যার মধ্যে উল্লেখযোগ্য হল একশদিনের কাজের টাকা।এই খাতে ৬হাজার কোটি টাকা পায় পশ্চিমবঙ্গ সরকার। বকেয়া কেন দিচ্ছে না বিজেপির সরকার,কেন বঞ্চনার রাজনীতি করা হচ্ছে তা নিয়ে জনতার মঞ্চ থেকে সরকারি বৈঠক সবেতেই প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমোও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এমনকি ৫এপ্রিল তৃণমূল কংগ্রেসের সাংসদদের নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের দরবারে  যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাতেও কাজ না হওয়ায় ২ অক্টোবর দিল্লিতে ধরনা কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু দিল্লি পুলিশ আগেভাগে আবেদন না করার অজুহাত দিয়ে রামলীলা ময়দানে অবস্থানের অনুমতি দেয়নি।এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লিতে গণ-অবস্থানের প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির।

দিল্লিতে ধর্না কর্মসূচি নিয়ে আবার দিল্লি পুলিশকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস।  রামলীলা ময়দানে প্রায় ৫০ হাজার জনের জমায়েতের বন্দোবস্ত করতে চেয়ে  দিল্লি পুলিশকে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। দরিয়াগঞ্জ থানার ডিসিপিকে চিঠিতে আরও জানানো হয়েছে.  ‘‘পশ্চিমবঙ্গের মনরেগা বা ১০০ দিনের কাজের প্রকল্প এ-র কর্মীরা  ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দিল্লির বিভিন্ন এলাকায় ধর্না কর্মসূচিতে সামিল হবেন। সেই উপলক্ষে রামলীলা ময়দানে প্রায় ৫০ হাজার মানুষের জন্য থাকার ব্যবস্থা করতে চায় তৃণমূল কংগ্রেস। ’’ দিল্লি পুলিশ এই সময় থাকতে আবেদনের জবাবে কী ব্যবস্থা নেয় সেটা লক্ষ্যণীয়।কারণ এবার তৃণমূলের সাংসদ-বিধায়কদের মতোই পঞ্চায়েতের ৩ স্তরের প্রতিনিধিরাও থাকতে পারেন।

জনপ্রতিনিধিদের গণ-অংশগ্রহণে কেন্দ্র বিরোধী সুর যে চড়বে তার আভাস পাচ্ছে রাজনৈতিক পর্যেক্ষকরাও। ‘বঞ্চনা’ ইস্যুতে রাজধানীর অন্দরে কেন্দ্রের বিরুদ্ধে চাপ বাড়াতে সবরকম  তত্পরতা তৃণমূলের তরফে দেখা যাচ্ছে।কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ গণতান্ত্রিক এই আন্দোলন নিয়ে  যে বেশ চাপে তাও বলাই যায়।ইন্ডিয়া জোটের সদস্যভূক্ত দলগুলো তৃণমূলের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা ও রাজ্যের প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবির প্রতি সহমত ব্যক্ত করছে অবিজেপি দলগুলোও। বিজেপির আমরা-ওরার রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে ২৮দলের জোট তৃণমূলের পাশে থাকায় কেন্দ্র যে বেশ বেকায়দায় তাও বলাই যায়।

Related Articles