‘সন্দেশখালি গেলে চোপড়া নয় কেন’, রাজ্যপালকে চোপড়া যাওয়ার অনুরোধ, রাজভবনে ডেপুটেশন তৃণমূলের
Trinamool delegation gave deputation at Raj Bhavan

The Truth Of Bengal: সন্দেশখালি যেতে পারলেও, চোপড়া নয় কেন? এই প্রশ্ন তুলে রাজভবনে ডেপুটেশন দিল তৃণমূলের প্রতিনিধি দল। উত্তর দিনাজপুরের চোপড়ায় চার শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে বৃহস্পতিবার সকালে রাজভবনে যায় তৃণমূলের প্রতিনিধি দলটি। চোপড়ায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা হৃদয় বিদারক উল্লেখ করে রাজ্যপালকে তৃণমূল প্রতিনিধি দলের অনুরোধ, একবার আপনি চোপড়া যান। দেখে আসুন।
রাজ্যপালকে চোপড়া যাওয়ার অনুরোধ করল তৃণমূল প্রতিনিধি দল। সেখানে মাটি চাপা পড়ে কী ভাবে চার শিশুর মৃত্যু হয়েছে, তাদের পরিবারের অবস্থা কী– তা দেখে আসার অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে তৃণমূলের তরফে প্রশ্ন তুলে বলা হয়েছে, সন্দেশখালি যেতে পারলেও, চোপড়া নয় কেন? এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার রাজভবনে ডেপুটেশন দিল তৃণমূলের প্রতিনিধি দল। চোপড়ায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা হৃদয় বিদারক উল্লেখ করে রাজ্যপালকে তৃণমূল প্রতিনিধি দলের অনুরোধ, একবার আপনি যান। দেখে আসুন সেখানকার পরিস্থিতি। বিএসএফ কীভাবে সেখানে বেআইনি ভাবে মাটি কাটছিল তা দেখে আসার অনুরোধ জানানো হয়েছে। চোপড়ার শিশুমৃত্যুর ঘটনা নিয়ে কথা বলতে রাজ্যপালের কাছে সময় চেয়েছিল তৃণমূল। বৃহস্পতিবার দুপুর ১২টায় সময় দেন তিনি। সেই মতো নির্ধারিত সময়ে রাজভবনে পৌঁছয় তৃণমূল প্রতিনিধি দল। তৃণমূল প্রতিনিধি দলে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ-সহ ৯জন। রাজ্যপাল এদিক, ওদিক যেতে পারছেন, কিন্তু চোপড়া কেন যাচ্ছেন না? এই প্রশ্ন তোলেন চন্দ্রিমা ভট্টাচার্য।
বিএসএফ-এর কাজ দেশের সীমান্ত পাহারা দেওয়া। কিন্তু, কোনও একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে তারা দৈনন্দিন কাজে যুক্ত হয়ে পড়ছে। তাদের গাফিলতিতেই চার শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের।
সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগাছ এলাকায় একটি নর্দমা কাটছিল বিএসএফ। সেখানে ডাই করে রাখা মাটির পাশে খেলা করছিল শিশুরা। আচমকাই ধস নেমে দুর্ঘটনা ঘটে। মাটির চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর। এ নিয়ে বিএসএফ-এর গাফিলতির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে তৃণমূল। বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চোপড়ায় যাওয়ার অনুরোধ জানানোর পাশপাশি তাঁর কাছে বিএসএফ-এর গাফিলতির অভিযোগ তুলে ধরা হয়।