রাজনীতি

মণিপুর ইস্যু নিয়ে বিধানসভায় চলছে রাজনৈতিক তর্জা

Tapas Roy on Manipur Issue

The Truth of Bengal: মণিপুরকাণ্ডে গোটা দেশ যখন উত্তাল, বিরোধীরা সংসদে সরকারপক্ষকে আক্রমণ শানাচ্ছে, তখন বাংলায় বিছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিধানসভা উত্তাল করার প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা। তারই পাল্টা প্রস্তুতি নিচ্ছে শাসকদলও। তৃণমূল বিধায়ক তাপস রায় জানালেন, বিরোধীদের আপত্তি থাকতেই পারে, বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা হবে। বিধানসভার বাদল অধিবেশন শুরু দিনেই মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব আনা কথা ঘোষণা করা হয়েছিল শাসকদলের তরফে।

এরই পাল্টা হিসেবে বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, মণিপুর নিয়ে বিধানসভায় আলোচনার প্রয়োজন নেই। তারই পাল্টা দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। বিজেপি সূত্রের খবর, মণিপুরের পাল্টা হিসেবে শিক্ষা দুর্নীতি নিয়ে বিধানসভা সরগরমের রণকৌশল সাজাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিষদীয় দলের বৈঠকে  আলোচনাও হয়েছে। পাশাপাশি মালদা ইস্যুতেও সরকারপক্ষকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হবে বলে আলোচনা হয়েছে।

এই প্রসঙ্গে তাপস রায়ের মত, বিজেপির মুখে নারী নির্যাতনের কথা মানায় না। সূত্রের খবর, বুধবারই বিজেপির মহিলা বিধায়করা নারী নির্যাতন ইস্যুতে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনবেন। পাশাপাশি শ্যামবাজারে তাঁরা অবস্থান বিক্ষোভ করবেন। প্রসঙ্গত, মঙ্গলবার বিধানসভা অধিবেশন হওয়ার কথা থাকলেও ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে শোকপ্রস্তাবের পর মুলতুবি করে দেন অধ্যক্ষ।

 

Related Articles