কলকাতারাজনীতি

দাবি আদায়ে ‘মিশন দিল্লি’! বিশেষ ট্রেনে দিল্লি যাত্রা তৃণমূলের

TMC In Delhi Rally

The Truth of Bengal: ২১শে-এর মঞ্চ থেকে দিল্লি অভিযানের ডাক দিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে বকেয়া রয়েছে। বারবার সেই বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানানো হলেও সদর্থক মনোভাব দেখায়নি কেন্দ্রের সরকার। মুখ্যমন্ত্রী নিজের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীকে। পঞ্চায়েতমন্ত্রীও দিল্লিতে দরবার করেছেন। তারপরও কাজ হয়নি। সেই টাকা আদায়ে মিশন দিল্লির কথা ঘোষাণা করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২১শে জুলাইয়ের মঞ্চ থেকে কী বলেছিলেন অভিষেক, শুনুন।আগামী ২রা সেপ্টেম্বর দিল্লিতে তৃণমূলের সেই কর্মসূচি। রাজ্য থেকে যারা দিল্লির অভিযানে যাবেন, শুক্রবার থেকে তাঁরা কলকাতায় জড়ো হবেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন ও বাসে করে কেন্দ্রীয় প্রকল্পে কাজ করা বঞ্চিতরা আসবেন কলকাতায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

দিল্লির কর্মসূচিতে থাকবেন রাজ্য থেকে কয়েক হাজার দলীয় নেতা-কর্মী। অনুমতি পাওয়া নিয়ে কয়েকদিন টালবাহানা চলে। পরে যন্তরমন্তরে কর্মসূচির অনুমতি পেয়েছে তৃণমূল। রাজ্য থেকে নিয়ে যাওয়া ৫০ লক্ষ চিঠি নিয়ে সেখান থেকে পদযাত্রা করে দলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও কেন্দ্রীয় প্রকল্পে কাজ করা বঞ্চিতরা যাবেন কৃষিভবন। সেখানে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে বঞ্চনার কথা তুলে ধরবে। তবে জানা গিরিরাজ সিং এই সাক্ষাৎ এড়িয়ে যেতে পারেন বলে জানা যাচ্ছে।

Free Access

Related Articles