দেশরাজনীতি

ভোটের প্রচারে বেরিয়ে আহত হলেন মুখ্যমন্ত্রী

The Chief Minister was injured while campaigning for the election

The Truth of Bengal : ভোটের প্রচারে বেরিয়ে ঢিলের ঘায়ে আহত হলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপি প্রধান জগন্মোহন রেড্ডি। সূত্রের খবর অনুযায়ী, শনিবার সন্ধ্যায় প্রচারে বেরিয়েছিলেন তিনি।রোড-শো চলার সময়ে ভিড়ের মধ্যে থেকে তাঁকে লক্ষ্য করে কেউ ঢিল ছোড়ে। ঢিলটি  কপালে লেগে রক্তারক্তি কাণ্ড হয়।

ঘটনার জেরে বন্ধ হয়ে যায় রোড-শো।বিজয়ওয়াড়াতে ভোটের প্রচারে বেরিয়েছিলেন ওয়াইএসআরসিপির প্রধান। সেখানে তাঁর ‘মেমান্থা সিদ্ধম’ র‌্যালি চলছিল। হুডখোলা গাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। সকলের সঙ্গে কথাও বলছিলেন। এই জনসংযোগ যাত্রায় বহু মানুষের ভিড় হয়েছিল। আচমকাই একটি ঢিল উড়ে আসে জগন্মোহন রেড্ডির দিকে। কপালে মাঝখানে গিয়ে আঘাত করে সেটি। রক্ত বেরোতে থাকে কপাল দিয়ে। পরবর্তীতে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।