রাজনীতি

ভোটের ময়দানে ‘টেনিদা’, কমিশনের ম্যাসকট পটলডাঙার টেনিদা

'Tenida' in the polling ground, the commission's mascot Pataldanga Tenida

The Truth Of Bengal : ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে নানা আয়োজন করা হয় নির্বাচন কমিশনের তরফে। এবার সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি পটলডাঙার টেনিদাকে আসরে নামালো কমিশন। উত্তর কলকাতার ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে ম্যাসকট করা হয়েছে টেনিদাকে। শিশুমন থেকে শুরু করে যৌবনে পা রাখা ছেলে-মেয়েদের কাছে টেনিদার আকর্ষণ অন্যরকম। সেই টেনিদা এবার ভোটের আসরে।

বাংলা সাহিত্য জগতে টেনিদার চরিত্র অবিস্মরণীয়। বাঙালির কাছ আজও জীবন্ত হয়ে আছে এই চরিত্র। বাঙালি কখনও-ই ভুলতে পারবে না তাকে। বিশেষ করে শিশুমন থেকে শুরু করে যৌবনে পা রাখা ছেলে-মেয়েদের কাছে টেনিদার আকর্ষণ অন্যরকম। উত্তর কলকাতার সেই টেনিদাকে এবার নামানো হল ভোটের ময়দানে। কী ভাবছেন ভোটে দাঁড়াচ্ছে টেনিদা? না না, টেনিদা কোনও দলের প্রার্থী হচ্ছেন না। সাধারণ মানুষকে ভোটদানে আরও উৎসাহিত করতে আসরে নামছে টেনিদা। সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি পটলডাঙার টেনিদাকে এবার উত্তর কলকাতার ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে ম্যাসকট করা হয়েছে। কলকাতার উত্তরের জেলা নির্বাচনী আধিকারিকের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে ভোটের ময়দানে টেনিদার যুক্ত হওয়ার বিষয়টি সামনে আনা হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডঃ আরিজ আফতাব উপস্থিত সকলের সঙ্গে টেনিদার পরিচয় করিয়ে দেন। পরে তিনি জানান, বারবার দেখা গিয়েছে, উত্তর কলকাতার মানুষের ভোটদানের হার অত্যন্ত কম। সেই কারণেই উত্তর কলকাতার মানুষ যাতে আসন্ন লোকসভা নির্বাচনে আরও বেশি করে অংশ নেন, সেই জন্য তাদের এই অভিনব উদ্যোগ।

লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রত্যেকবার উত্তর কলকাতা নির্বাচনী আধিকারিক এর দফতর সকলের আগে এবং সবার সেরা কাজ করে রীতিমতো দৃষ্টি আকর্ষণ করে থাকে। এ বছরেও তার ব্যতিক্রম হল না। এখন থেকেই উত্তর কলকাতা নির্বাচনী আধিকারিক এর দফতরের কর্তারা সাধারণ মানুষকে বুথমুখী করার জন্য পথে নেমে পড়েছেন।

Free Access

Related Articles