ভোটপ্রচারে গুড়, বাতাসা! তৃণমূলের মহিলা ব্রিগেডের প্রচারের ঝাঁজে বিদ্ধ বিরোধীরা
Panchayat Election 2023

The Truth of Bengal: বসিরহাটের (Basirhat) সন্দেশখালি ১ নম্বর ব্লকের ন্যা জাট ২ গ্রাম পঞ্চায়েতের ২৬টি গ্রামসভার মধ্যে ১৬টি গ্রামসভায় ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বাকি ১০টি গ্রামসভায় ভোট হবে। পাঁচ মহিলা প্রার্থী একসঙ্গে এবার উন্নয়নের খতিয়ান নিয়ে বেদনি নদীর ওপর মাঝি-মল্লা মোল্লা থেকে যাত্রীদের গুড়-বাতাসা, পানীয় জল দিচ্ছেন হেনা দাস মাহাতো, বীনা সরদার, টুম্পা কর্মকার, পূর্ণিমা প্রধান, সোমা সরকার। এই পাঁচ মিহিলা প্রার্থীকে বলা হচ্ছে পাচে পঞ্চবান।
ন্যাজাট দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভার তৃণমূলের প্রার্থী গত পাঁচ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন প্রচারে। আগামী দিনে ন্যাজাট ও কালীনগরের মাঝখান দিয়ে বেতনি নদীর ওপরে ব্রিজের জন্য লড়াই করবেন বলে প্রচারে জানাচ্ছেন। ইতিমধ্যে তার প্রথম পর্যায়ে রূপরেখা তৈরি হয়েছে। এদিন ন্যাজাটের ফেরি ঘাটে যাত্রিবাহী নৌকায় উঠে যাত্রীদের গুড়-বাতাসা ও জল দিলেন। ফেরিঘাটে আসা যাত্রীদের মিষ্টিমুখ করিয়ে আশীর্বাদ ও শুভেচ্ছা নিচ্ছেন। এই পাঁচ মহিলা প্রার্থী জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত। জোরের সঙ্গে তাঁরা এমন দাবি করছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে উন্নয়ন চালাচ্ছেন, গ্রাম বাংলায় সেই ধারা অব্যাহত রাখতে মহিলা প্রার্থীদের ওপর ভরসা রাখছে শাসক দল। শাসক দলের মহিলা পপ্রার্থীরা যে ভাবে প্রচার চালাচ্ছেন, তাতে নজর কাড়ছে এলাকার মানুষের। তৃণমূলের মহিলা ব্রিগেড প্রচারে বিরোধীদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন। নদীনালা দিয়ে ঘেরা এই এলাকায় অনেকটাই প্রচার সারতে হয় নদীপথে। আর সেই নদীপথে সাসক দলের মহিলা প্রার্থীরা যে ভাবে প্রচার চালাচ্ছেন, তা দেখতে ভিড় জমাচ্ছে এলাকার মানুষজন। অভিনব প্রচারে বিরোধীদের কয়েক যোজন পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন শাসক দলের মহিলা প্রার্থীরা।