রাজনীতি

শুভেন্দুর ‘বিকাশ’ মন্তব্যে জলঘোলা জারি, বিরোধী দলনেতার পাশে দাঁড়ালেন তথাগত

Shuvendu's 'Bikash' comment caused a stir

The Truth of Bengal: ‘সব কা সাথ বিকাশ’ লোগান বাতিল সংক্রান্ত শুভেন্দু অধিকারীর মন্তব্যে তোলপাড় বঙ্গ বিজেপির রাজনীতি। দলেই কোণঠাসা হয়ে পড়েছেন বিরোধী দলনেতা। দ্বন্দ্ব ঢাকতে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় গেরুয়া শিবির। এরই মাঝে শুভেন্দুর পাশে দাঁড়ালেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। তার বক্তব্য, বিরোধী দলনেতা যা বলেছেন তা ধ্রুব সত্য। বাকিটা রাজনীতি। বিকাশ স্লোগান নিয়ে বিজেপিতে জলঘোলা অব্যাহত।

লোকসভা ও বিধানসভার উপ-নির্বাচনে ভরাডুবির পর বিজেপির গৃহযুদ্ধ চরমে পৌঁছেছে। সুকান্ত মজুমদার যখন সংগঠন বাড়ানোর কথা বলছেন, তখন শুভেন্দু অধিকারী দায় ঝেড়ে ফেললেন। তাঁর দাবি, বিজেপির সংগঠনের কোনও দায়িত্বে তিনি ছিলেন না। এখানেই শেষ নয়, মোদির ‘সবকা সাথ সবকা বিকাশ’ স্লোগান বদলানোর প্রস্তাব দেওয়ার পাশাপাশি সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার কথাও ঘোষণা করেছেন বিরোধী দলনেতা। বুধবার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক চলার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্লোগান ‘সব কা সাথ, সব কা বিকাশ’ বন্ধ করে দেওয়ার কথা বলেন শুভেন্দু।

শুভেন্দুর এই বক্তব্য সামনে আসার পর বিজেপির রাজ্য সভাপতি তথা মোদি সরকারের মন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি বলেন, শুভেন্দুর ওই বক্তব্য দল ‘অনুমোদন’ করে না। সুকান্তের কথায়, ‘‘বাংলায় ঐক্যবদ্ধ ভাবে বিজেপি এগোবে।’ সবার বিকাশ বন্ধ করে দেওয়ার কথা বলে স্বভাবতই চাপের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে নিজের এক্স হ্যান্ডলেও কী কারণে ওই স্লোগান বদলের কথা তিনি বলেছেন, তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, মোদির স্লোগানে তাঁর ভরসা রয়েছে। তিনি তা বদলও করতে চাননি। সেই সঙ্গে তিনি বলেন, তাঁর ওই বক্তব্যকে ‘ভুল প্রেক্ষাপটে’ ব্যাখ্যা করা হয়েছে। শুভেন্দু অধিকারীর মন্তব্যে তোলপাড় বঙ্গ বিজেপি।

দলেই কোণঠাসা বিরোধী দলনেতা। এমন অবস্থায় যেখানে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলছে, সেখানে এবার শুভেন্দুর পাশে দাঁড়ালেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘শুভেন্দু, কালকে তুমি যা বলেছ তা অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা, আমারও। অভিনন্দন।‘ পরে তিনি আরও লেখেন, ‘রাজনীতিতে সকলের সাহস থাকে না এতটা সত্যি এতটা জোরে বলার। শুভেন্দু অধিকারী দীর্ঘজীবী হোন।‘ একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর থেকে নাম না করে বার বার শুভেন্দুদের নিশানা করতে দেখা গিয়েছিল তথাগত রায়কে। বারবার তিনি বলেন, অর্থ এবং নারীর নেশায় বুদ বিজেপি নেতৃত্ব। এর বিনিময়ে ভোটের টিকিট বিলি হয়েছে। সেই তথাগত এবার হঠাৎ শুভেন্দুর পাশে দাঁড়ালেন। যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles