CAA ইস্যুতে মতুয়া ক্ষোভের মুখে শান্তনু ঠাকুর, মতুয়াদের আশ্বস্ত মুখ্যমন্ত্রীর
Shantanu Thakur in face of Matua anger over CAA issue, Chief Minister assured Matuas

The Truth Of Bengal: নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ সালে আইনে পরিণত হলেও তা এখনও কার্যকর হয়নি। এরই মাঝে সিএএ নিয়ে মতুয়াদের মধ্যে অসন্তোষ বাড়ছে। অন্যদিকে সিএএ বিরোধিতায় সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দেগঙ্গায় মুখ্যমন্ত্রী বলেন, নাগরিকত্ব আইনের নামে মতুয়াদের সঙ্গে ছলনার চেষ্টা হচ্ছে। একইদিনে মতুয়াদের একটি সভায় সিএএ ইস্যুতে প্রতিবাদে মুখে পড়ে মেজাজ হারান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
সিএএ নিয়ে মতুয়াদের মধ্যে অসন্তোষ বাড়ছে। নাগরিকত্ব সংশোধনী বিলটি ২০১৯ সালে আইনে পরিণত হলেও তা এখনও কার্যকর হয়নি। এরই মাঝে অন্যদিকে সিএএ বিরোধিতায় সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দেগঙ্গায় মুখ্যমন্ত্রী বলেন, নাগরিকত্ব আইনের নামে মতুয়াদের সঙ্গে ছলনার চেষ্টা হচ্ছে। একইদিনে মতুয়াদের একটি সভায় সিএএ ইস্যুতে প্রতিবাদে মুখে পড়ে মেজাজ হারান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এই রাজনৈতিক কাজিয়ার মধে না গিয়ে মতুয়ারা চাইছেন নাগরিকত্ব। যে প্রতিশ্রুতি এতদিন তাঁদের দিয়ে আসছে বিজেপি।
বৃহস্পতিবার দেগঙ্গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমাজে ভেদাভেদ তৈরি করাই উদ্দেশ্য নিয়ে নাগরিকত্ব আইনের নামে ছলনার চেষ্টা হচ্ছে। ভোটের আগে সেই ছলনায় নেমেছে বিজেপি। মতুয়ারা প্রত্যেকেই দেশের নাগরিক। না হলে রেশন কার্ড, প্যান কার্ড থাকত না। মুখ্যমন্ত্রীর দাবি, মতুয়াদের নিয়ে রাজনীতি হচ্ছে। কী বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনুন।
একদিকে মুখ্যমন্ত্রী যখন মতুয়াদের আশ্বস্ত করে এই কথা বলছেন, তখন আবার বনগাঁর বিজেপি সাংসদ বলছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সিএএ হবেই। বনগাঁর ট্যাংরা কলোনিতে মতুয়া ধর্ম মহাসম্মেলনে আয়োজন এসে এই কথা বলেন শান্তনু। সেখানে সিএএ ইস্যুতে প্রতিবাদে মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
নাগরিকত্ব না পেলে আমরণ অনশনে নামার হুঁশিয়ারি দিয়েছে মতুয়া সমাজের একটা অংশ। যে অংশের নেতৃত্বে আছেন মমতাবালা ঠাকুর। আবার অন্য অংশ যার সঙ্গে আছে সেই শান্তনু ঠাকুরের দাবি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সিএএ হবেই। যদিও সাংসদের এই দাবি বিশ্বাস করতে নারাজ মতুয়ারা। তাঁদের বক্তব্য, এত অল্প সময়ের মধ্যে CAA কার্যকরের কোনও সম্ভাবনা নেই। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে CAA নিয়ে বাড়ছে ক্ষোভ।
Free Access