তৃণমূল কর্মীর বাড়িতে সাদা থান! আতঙ্ক ছড়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Panchayat Election 2023

The Truth of Bengal: এখনও রাজ্যের অনেক জায়গায় ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। সেই হিংসার নেপথ্যে বিরোধীদের যুক্ত থাকার অভিযোগ সামনে আসছে। বিশেষ করে বিজেপি নাম জড়াচ্ছে। আবার রাজ্যের ভোট পরবর্তী হিংসার ঘটনা দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বিজেপি টিম। অবশ্য সেই টিম শুধুমাত্র বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে যান। বাড়িতে যাওয়া দূরের কথা, তাদের মুখে উঠে আসেনি আক্রান্ত তৃণমূল কর্মীদের কথা। এবার এক তৃণমূল কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে সাদা ধুতি, সাদা ফুলের মালা এবং চিতা জ্বালানোর একটি ছবি রেখে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আতঙ্কে তৃণমূল কর্মী ও তাঁর পরিবার। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ২৫৭ নম্বর বুথে। গ্রামের তৃণমূল কর্মী তরুণ জানার বাড়ির উঠোনে রাখা ছিল সাদা ধুতি, সাদা ফুলের মালা এবং চিতা জ্বালানোর ছবি। সকালে বিষয়টি দেখতে পান তৃণমূল কর্মীর পরিবারের লোকজন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
তৃণমূল কর্মী তরুণ জানার অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে থেকেই স্থানীয় বিজেপি কর্মীদের কাছ থেকে নানা হুমকি এসেছিল তাঁর কাছে। তারপর মঙ্গলবার সকালে তাঁর পরিবারের লোকজন দেখতে পান উঠোনে রাখা আছে সাদা ধুতি, সাদা ফুলের মালা এবং চিতা জ্বালানোর একটি ছবি। ওই তৃণমূল কর্মীর দাবি, বিজেপির হার্মাদ বাহিনী তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে কাকদ্বীপ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় আতঙ্কে আছেন ওই তৃণমূল কর্মী সহ তাঁর পরিবারের লোকজন। আগের বাম আমলে এমন ঘটনা ঘটত রাজ্যের বিভিন্ন প্রান্তে। পরিণতি কী হতে পারে, সেই হুঁশিয়ারি দিতে এমন আতঙ্ক ছড়ানো হতো। সেই ঘটনা আবার ফিরিয়ে আনার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। এর আগেও এমন একাধিক অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। রাজনৈতিক ভাবে বিজেপি পেরে উঠছে না বলে এমন হিংসার আশ্রয় নিচ্ছে বলে দাবি তৃণমূলের।