রাজনীতিরাজ্যের খবর

রাজ্যজুড়ে সাড়ম্বরে রাখি বন্ধন! উৎসবে শামিল রাজনৈতিক নেতারা

Rakhi festival

The Truth of Bengal: সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার দিন। একে অপরের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার দিন। রাখি বন্ধনে এভাবেই মেতে ওঠে বাঙালি। গোটা রাজ্যে সবাই মেতে ওঠে রাখি বন্ধনে। একাধিক কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক নেতারাও এই দিনটি পালন করেন। সকাল থেকেই উৎসবের মেজাজে পালিত হয় রাখি উৎসব।

পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা পুর সংস্থার অন্তর্গত ১৪৪টি ওয়ার্ড ও কলকাতা বাদে বাকি ২৩টি জেলা সদর এবং জিটিএ নিয়ে মোট ৬৩৮টি ইউনিটে সংস্কৃতি দিবস-এর অন্যতম কর্মসূচি হিসেবে রাখিবন্ধন উৎসব উদযাপন। নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ ও যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। সাড়ম্বরে পালিত হয় রাখি উৎসব।

রাখু উৎসবে মাতল চেতলা রাখি সংঘ ক্লাব। শতাব্দীপ্রচীন এই ক্লাবের রাখি উৎসবে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাখি সংঘ ক্লাবের কাছ থেকে একটি র‍্যালি বের করা হয়। স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে র‍্যালিতে পা মেলান ফিরহাদ হাকিম। দেন সৌভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার বার্তা।

জেলা প্রশাসন ও ইংরেজবাজার পুরসভার যৌথ উদ্যোগে মালদা শহরের ফোয়ারা মোড়ে রাখি বন্ধন উৎসব ও সংস্কৃতি দিবস পালন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতেমা বেওয়া সহ জেলা প্রশাসনের আধিকারিক ও কাউন্সিলররা। সৌভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে এই রাখি বন্ধন উৎসব বলে জানান আয়োজকরা।