রাজনীতিরাজ্যের খবর

জয়ের আগেই বিজয় উল্লাস তৃণমূলের

Panchayat Election 2023

The Truth of Bengal: মনোনয়ন পর্ব, নির্বাচন এমনকী পুনর্নির্বাচনের দিনেও অশান্তি এড়ানো যায়নি। ভোট গণনার দিনেও সেই ধারা অব্যাহত রইল। তারই মধ্যে শাসক দলের কর্মীরা জয়ের উল্লাসে মাতলেন তৃণমূলকর্মীরা। বিকেল সাড়ে তিনটে পর্যন্ত যা ট্রেন্ড দেখা গিয়েছে। গ্রাম পঞ্চায়েতে ৬৩২২৯টি আসনের মধ্যে ১৮৩২৫টি আসনে এগিয়ে তৃণমূল। পঞ্চায়েত সমিতিতে ৯৭৩০টি আসনের মধ্যে ৯৮১টি আসনে এগিয়ে তৃণমূল। জেলা পরিষদে ৯২৮টি আসনের মধ্যে, ১৬টিতে আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল।

অর্থাৎ যখন গণনা চলছে, ট্রেন্ড দেখেই আনন্দে মেতে ওঠেন তৃণমূল সমর্থকেরা। আবার বহু জায়গায় ফল প্রকাশের পর, বিজয়ী প্রার্থীদের নিয়ে গ্রাম সফর করতে দেখা যায় সমর্থকদের। দুপুর পর্যন্ত ফলাফল বলছে, অন্ডালের উখরা পঞ্চায়েতে ২৭ টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ২৫ টি দুটি পেয়েছে নির্দল। তাঁরাও আবির খেলায় মেতে ওঠেন। বীরভূমেও একাধিক জায়গায় জয়োল্লাস শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিকে বীরভূমে শিবঠাকুর মণ্ডলের স্ত্রী জয়ী হয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন।

জেলায় জেলায় একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের জয়ের খবর আসছে। ঠিক তেমনই বেশ কিছু জায়গায় শাসক দলকে টক্কর দিয়েছে বিরোধীরা। ট্রেন্ড বলছে, গ্রাম পঞ্চায়েতে শাসক দল যত আসনে এগিয়ে. তার ধারে কাছে নেই অন্য কোনও বিরোধী দল। তৃণমূল শিবিরের মত, মনোনয়ন পর্ব থেকেই বিরোধীরা লাগাতার সন্ত্রাসের অভিযোগ তুলে খবরের শিরোনামে ভেসে থাকার চেষ্টা করেছে। রাজ্যে সাধারণ মানুষের কাছে তারা পৌঁছতে পারেনি। এই ফল, তারই ইঙ্গিত দিচ্ছে।

Related Articles