
The Truth of Bengal: এবারের পঞ্চায়েত ভোট সবদিক থেকেই উত্তেজনায় ফুটছে। শাসক থেকে বিরোধী সবপক্ষই পরস্পরকে লড়াইয়ের ময়দানে বুঝে নেওয়ার আওয়াজ তোলে। হিংসা,রক্তপাতের পরিচ্ছদে ইতি টেনে এবার শান্তির ইতিহাস তৈরির চেষ্টা করেছিল প্রশাসন। এগিয়ে আসে রাজ্য নির্বাচন কমিশন।এমনকি কেন্দ্রীয় বাহিনী দিয়েও হিংসা বা প্রাণহানির ইতিবৃত্তে দাঁড়ি টানা যায়নি।
তথ্য বলছে,এবার গ্রাম পঞ্চায়েত কেন্দ্র রয়েছে ৫৮হাজার ৫১৩টি,আসন রয়েছে ৬৩হাজার ২২৯টি । ৩৪১টি পঞ্চায়েত সমিতিতে রয়েছে মোট ৯ হাজার ৭৩০টি আসন৷ এ ছাড়া জেলা পরিষদের মোট ৯২৮টি আসন রয়েছে৷ মোট ৯২৮টি জেলা পরিষদ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১০০ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে, বিজেপি ৯৭.৩ শতাংশ আসনে, সিপিএম ৮০.৬ শতাংশ এবং কংগ্রেস ৬৯.৫ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে। মোট ৯৭৩০টি পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে, তৃণমূল কংগ্রেস ৯৬.১শতাংশ আসনে প্রার্থী দিয়েছে। সেখানে বিজেপি ৭৩.১ শতাংশ, সিপিএম ৬৯.৫ শতাংশ এবং কংগ্রেস ২৩.৪ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে।অপরদিকে, গ্রাম পঞ্চায়েতের মোট ৬৩,২২৯টি আসনের মধ্যে, তৃণমূল কংগ্রেস ৯৬.৪ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে, বিজেপি ৬১.২ শতাংশ, সিপিএম ৫৬.১ শতাংশ এবং কংগ্রেস ১৮.৯ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে।
এই বিশাল কর্মষজ্ঞে লড়াইতে রয়েছেন বহু পরিচিত মুখ। বাঁকুড়ার জয়পুরের ৪৪ নম্বর জেলাপরিষদের আসন থেকে লড়ছেন সুজাতা মণ্ডল। তৃণমূল কংগ্রেস প্রার্থী কতটা আত্মবিশ্বাসী? কোনও স্নায়ুর চাপ বাড়ছে? প্রতিপক্ষকে কিভাবে দেখছেন ? এইসব প্রশ্নের জবাব অকপটে দেন সুজাতা মণ্ডল। বাঁকুড়ার মতোই নদিয়াতেও কড়া টক্কর হচ্ছে। তৃণমূল দাবি করছে তারা এগিয়ে আছে। এখানেও জেলা পরিষদে প্রার্থী হয়েছে বর্ণালী দে।
ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতিতে লড়াইয়ের ময়দানে রয়েছেন রেখা সোরেন। দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনীতিক হিসেবে তিনি জঙ্গলমহলকে চেনেন হাতের তালুর মতো। লড়াইয়ে জয়ের ব্যাপারে ষোলআনা আশাবাদী তিনি। উঃ ২৪ পরগনায় জেলা পরিষদে ল়ডছেন নারায়ণ গোস্বামী। তিনিও এবার প্রচারে ঝড় তোলেন। জয়-পরাজয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনিও। পটাশপুরের বিধায়ক উত্তম বারিক লড়ছেন খেজুড়ি থেকে। জেলাপরিষদের হেভিওয়েটরা সেই ফলের দিকে তাকিয়ে।