রাজনীতি

টোল প্লাজার কর্মচারীর কাছে ক্ষমা চাইলেন বিধায়ক

Naren chakraborty appologise to toll plaza employee

The Truth of Bengal: গাড়ি আটকেছিলেন টোলকর্মী। তার জেরে পালসিট টোল প্লাজায় ওই টোলকর্মীকে ‘‌গলাধাক্কা’‌ দিয়ে মারধর করার অভিযোগ ওঠে সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে।  ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। বৃহস্পতিবার মঙ্গলকোটে যাচ্ছিলেন সাংসদ সুনীল মণ্ডল।  সাংসদ ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে পালসিট টোলে পৌঁছন। সেখানে ডিউটিরত টোলকর্মী উজ্জ্বল সিং সর্দার সাংসদের গাড়ি আটকান। তখনই গাড়ি থেকে নেমে ওই টোলকর্মীকে গলা ধাক্কা দেন সাংসদ সুনীল মণ্ডল।

টোল প্লাজার সিসিটিভি ক্যামেরার সেই ছবি ধরা পড়ে।তার পরেই সরগরম হয়ে ওঠে রাজ্য–রাজনীতি। যদিও অভিযুক্ত সাংসদের দাবি ছিল, টোলকর্মী মদ্যপ ছিলেন। পরে আবার তিনি বলেন, এই ঘটনায় জন্য তিনি ‘অনুতপ্ত’। সেই রেশ কাটতে না কাটতেই, পালশিট টোল প্লাজার ওই কর্মচারীর কাছে ক্ষমা চাইতে পৌঁছে গেলেন তৃণমূলের বিধায়ক নরেন চক্রবর্তী।  তিনি কলকাতা থেকে ফেরার পথে পালশিট টোল প্লাজায় যান ওই কর্মীর সঙ্গে দেখা করে কথা বলতে।

কিন্তু এদিন ওই টোলকর্মী ছিলেন না। ফলে তাঁর সঙ্গে দেখা হয়নি। যদিও তিনি বলেন, আমি উনার হয়ে ক্ষমা চাইছি, আমি এক সময় দেওয়াল লিখেছি. গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলাম, মাটি থেকে উঠে এসেছি। সুতরাং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে কারোর সাথে খারাপ ব্যবহার করি না, সবাইকে বলছি কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিৎ নয়। ছেলেটি নেই, আমি ক্ষমা চাইছি।

 

Related Articles