রাজনীতি

মুম্বইতে রাজনৈতিক কর্মসূচি মমতার, বৈঠক করবেন পাওয়ার-ঠাকরের সঙ্গে

Mamata's political program in Mumbai

Bangla Jago Desk: আম্বানি পরিবারের বিয়েবাড়ির আমন্ত্রণ রক্ষার পাশাপাশি একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে দু’দিনের সফরে মুম্বই গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি দেখা করবেন উদ্ধব ঠাকরে ও শরদ পওয়ারের সঙ্গে। দেখা হতে পারে অখিলেশ যাদবের সঙ্গেও। মুম্বই উড়ে যাওয়ার আগে নিজেই এই কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দু’দিনের সফরে মুম্বই গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আম্বানি পরিবারের বিয়েবাড়ির আমন্ত্রণ রক্ষার পাশাপাশি একাধিক রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তাঁর। বৃহস্পতিবার দুপুরে মুম্বই উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে সেই সূচি জানান মুখ্যমন্ত্রী নিজেই। ১২ জুলাই শুক্রবার অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে উদ্ধব ঠাকরে ও শরদ পওয়ারের সঙ্গে দেখা করবেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দু’জনের সঙ্গে বৈঠকের বিষয়ে সূচি ইতিমধ্যে নির্ধারিত হয়ে গিয়েছে। অখিলেশ যাদবের সঙ্গে দেখা হওয়ার কথা আছে মুখ্যমন্ত্রীর। এই তিন জন বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম নেতা। আবার জোটের অন্যতম শরিক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন দমদম এয়ারপোর্টে মমতা বন্দ্যোপাধায় জানান, শুক্রবার বিকাল ৪টের সময়ে তিনি দেখা করবেন উদ্ধব ঠাকরের সঙ্গে। তার পর বিকাল পাঁচটায় শরদ পাওয়ারের বাড়িতে যাবেন। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করে শনিবার তিনি কলকাতায় ফিরবেন।

লোকসভা ভোটে এবার ইন্ডিয়া জোট যথেষ্ট ভাল ফল করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূল, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, মহারাষ্ট্রে শিব সেনার উদ্ধব শিবির ও শরদ পাওয়ারের দল এনসিপি। সদ্য নির্বাচিত কেন্দ্রীয় সরকারের প্রথম অধিবেশনে শক্তিশালী বিরোধীরা একাধিক ইস্যুতে চেপে ধরে সরকার পক্ষকে। আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। ২৩ জুলাই লোকসভায় বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেট অধিবেশনেও সরকার বিরোধী হাওয়া আরও কী ভাবে শক্ত করা যায়, তা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই শুক্রবার মমতার সঙ্গে উদ্ধব ঠাকরে, শারদ পাওয়ার, অখিলেশ যাদবের সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

Related Articles