রাজনীতি

বঞ্চনা ভাগাভাগির নীতিকে তুলোধনা, বিকল্প পথে বাংলার কর্ম সংস্থান

Mamata Banerjee

The Truth of Bengal: বিনাযুদ্ধে  বা্ংলার মাটি ছাড়ব না,শত চেষ্টা করলেও উন্নয়নের কাজ স্তব্ধ হবে না। বিজেপির ভাগাভাগি আর সিপিএমের অতীতের সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যায়, মঙ্গলবার জয়নগরের প্রশাসনিক সভা থেকে তিনি ২০হাজার মানুষকে পরিষেবা প্রদান করেন।মুখ্যমন্ত্রী কেন্দ্রের বঞ্চনা ও বিরোধীদের বাংলা বিরোধী প্রচারকে একযোগে তুলোধনা করেন। বুঝিয়ে দেন কেন্দ্র ১লক্ষ ১৬হাজার কোটি টাকা না দিলেও সাধ্যমতো উন্নয়ন প্রকল্প রূপায়ণের রাস্তা থেকে পিছিয়ে আসবে না রাজ্য সরকার। শান্তির বাংলায় যাঁরা অশান্তি সৃষ্টি করতে চাইছে,যারা ফেক ভিডিও ছড়িয়ে হিংসার পরিস্থিতি তৈরি করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের মতোই ছাত্র-যুব থেকে মহিলা সবাইকে সজাগ থাকার ডাকও দেন তিনি। বাংলাকে বঞ্চনা আর দুর্নামের রাজনীতিকে দূরে সরিয়ে রেখে রাজ্য যে বিকল্প নীতিতে অনড় সেই বার্তাও দেন প্রশাসনিক প্রধান।

  • ৭৬টা টিম এসেছে  তবুও একপয়সাও দেয়নি কেন্দ্র
  • বাংলা নিজস্ব অর্থ- সম্পদ কাজে লাগিয়ে উন্নয়ন করছে
  • ৭০০কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • জলস্বপ্ন প্রকল্পে জেলায় আরও ১৯লক্ষ বাড়িতে জলসংযোগ
  • ২০২৪-এর ডিসেম্বরে পৌঁছে যাবে বাড়ি বাড়ি জল
  • কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব প্রকল্পে কর্মসংস্থান
  • পথশ্রী-৩ প্রকল্পে আরও ১২হাজার কিমি নতুন রাস্তা নির্মাণ
  • কাজ পাবে ১০০দিনের প্রকল্পের ৮.৫ লক্ষ জবকার্ড হোল্ডার

মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের  বার্ধক্যভাতা আটকে  রাখা থেকে শুরু করে গবেষকদের সাম্মানিক বন্ধ করে দেওয়ার তুমুল সমালোচনা করেন। শীতকালে মোয়া খায় না, এমন বঙ্গবাসী খুঁজে পাওয়া দায়। এবার সেই সমস্ত মোয়াপ্রেমীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আড়াই কোটি টাকা খরচে জয়নগরে তৈরি হচ্ছে মোয়া হাব। ইতিমধ্যে সেই মোয়া জিআই ট্যাগ পেয়েছে। এবার সেই মোয়া শিল্পের বিকাশে তৈরি হবে মোয়া  হাব  । মিলবে কর্মসংস্থানও।মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছে সুন্দরবনের মধুর জিআই ট্যাগের কথা।উন্নয়ন আর কর্মসংস্থান সৃষ্টির বাংলা মডেলকে যাঁরা বাধা দিতে চাইছে বা অশান্তি ছড়াতে চাইছে তাঁদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। বিরোধীদের কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী।তিনি  স্পষ্ট করেন  মানুষ খেতে না পারলে ৫ টাকা দেয় না, আর একটা মানুষকে মেরে ফেলার জন্য ১৩ লাখ-১৫ লাখ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুণ্ডা আমদানি করে খুন খারাপি করবে এটা হবে না

Related Articles