ভালো ছেলে অনুপমঃ দলবদলের ডাকে অনুপমকে দলে আহ্বান কাজল শেখের…
Kajal Sheikh calls Anupam Hazra to join the Trinamul Congress

The Truth Of Bengal: লোকসভার আগে বিদ্রোহের সুর অনুপমের গলায়, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন অনুপম হাজরা।জল্পনার মাঝে অনুপম হাজরাকে তৃণমূলে যোগদানের ডাক দিলেন কাজল শেখ। তৃণমূল কংগ্রেসে আসতে চাইলে স্বাগত অনুপম হাজরা, ভালো ছেলে বলে মন্তব্য করে দলবদলের আহ্বান কাজল শেখের।
একাধিকবার বিজেপির বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যাচ্ছে বিজেপি নেতা অনুপম হাজরাকে। তৃণমূলের অবস্থান মঞ্চেও দেখা যায় বিজেপি নেতাকে, রাজ্য বিজেপিকে চোরমুক্ত করার ডাকও দিয়েছেন তিনি। আর এবার অমিত শাহের সভায় অনুপম হাজরাকে ডাকা হয়নি। আমন্ত্রণ না পাওয়ার জন্য রাজ্য নেতৃত্বকে তুলোধনা করেন অনুপম। সুকান্ত মজুমদার সহ অন্যদের তুলোধনা করেন তিনি। জল্পনা জোরদার হয় অনুপম কি তৃণমূলে যাবেন ?
কেন্দ্রীয় নেতাদের কাছে বিচার না মেলায় ক্ষুব্ধ অনুপম। অন্যদিকে এবার এই জল্পনাকে উস্কে দিল কাজল শেখের মন্তব্য। অনুপম ভালো ছেলে। বিজেপির নীতি, আদর্শ মানতে পারছে না। তৃণমূলে আসতে চাইলে স্বাগত। বিজেপির জাতীয় সম্পাদক অনুপমের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা কাজল শেখের……..
কাজল শেখ জানান, সারা ভারতবর্ষের বুকে বিজেপি ধর্ম নিয়ে মানুষের সাথে খুনোখুনি, হানাহানি লাগাতে চাইছে। অনুপম হাজরা ভালো ছেলে। বিশ্বভারতীর ছাত্র, অধ্যাপক জীবন কাটিয়েছে। বিজেপি জনবিরোধী নীতি মেনে নিতে পারছে না। তাই হয়তো বিজেপির সাথে দূরত্ব বাড়াতে চাইছে অনুপম। সেই জন্যই অনুপমের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তৃণমূলে আসতে চাইলে স্বাগত। তবে রাজ্য নেতৃত্বের সাথে কথা বলে আসতে হবে। কেন্দ্রীয় বিজেপির সম্পাদক অনুপম হাজরার সিকিউরিটি প্রত্যাহার নিয়ে বিস্ফোরক দাবি করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ।
Free Access