রাজনীতি

মুখ্যমন্ত্রী সম্পর্কে অশোভনীয় মন্তব্য প্রাক্তন বিচারপতির! তৃণমূলের অভিযোগ কমিশনে

Indecent comments about the Chief Minister in the face of the former judge!

The Truth of Bengal: হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।বর্তমানে তমলুকের বিজেপি প্রার্থী।সেই অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের মুখে মুখ্যমন্ত্রী সম্পর্কে অশোভনীয় কথা শুনে নিন্দার ঝড় উঠেছে বাংলায়। প্রসঙ্গতঃ স্টিং অপারেশনে  বিজেপির নেতা গঙ্গাধর কয়াল স্বীকার করেন ২হাজার টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে মিথ্যে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে তাঁরা। সন্দেশখালির সেই তথ্য ফাঁস হতেই মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই  হলদিয়ার সভায় মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করেন অভিজিত গঙ্গোপাধ্যায়। মহিলা মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত স্তরে অশোভন আক্রমণের ঘটনায় কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস।

গত ১৫মে মুখ্যমন্ত্রী সম্পর্কে অশোভন মন্তব্য করেন তমলুকের বিজেপি প্রার্থী ও প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়।প্রকাশ্য সভায় লজ্জাজনক মন্তব্য করেন তিনি।অভিজিত গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন,আপনি কত টাকায় বিক্রি হও ? তুমি কেয়া শেঠকে দিয়ে মেকআপ করো বলে ? মমতা ব্যানার্জি মহিলা তো তাই এই ধরণের প্রশ্ন মনে আসে।অত্যন্ত কুরুচিকর মন্তব্যের জন্য সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ। একজন প্রাক্তন বিচারপতি হয়ে কিভাবে   অকথ্য ভাষায় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে  এই ধরণের মন্তব্য করলেন তাই নিয়ে সবমহলে প্রশ্ন ওঠে ? নারী কল্যাণও নারী  নিরাপত্তার কাজে যিনি নিরলস কাজ করেন তাঁর সম্পর্কে এই অশালীন মন্তব্য তৃণমূল কংগ্রেসের মতোই বাংলার সাধারণ নাগরিকদের মধ্যে ও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।জনসমক্ষে এই ধরণের লাগামছাড়া মন্তব্য সবমহলের কাছে নিন্দার ঝড় তুলেছে।তাই বিজেপি প্রার্থীর  এই ধরণের অশালীন মন্তব্য নিয়ে কমিশন কি ধরণের ব্যবস্থা নেয় তার দিকে তাকিয়ে সবমহল।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হলদিয়ার জনসভায় করা কিছু মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে সন্দেশখালি ইস্যুতে কথা বলতে গিয়ে বিজেপি প্রার্থী বলছেন, ”তৃণমূল বলছে, রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়! মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও?” একইসঙ্গে একাধিক দুর্নীতির প্রসঙ্গ টেনে মমতার উদ্দেশে অভিজিৎ আরও বলেছেন, ”কেউ ৮ লক্ষ টাকা গুঁজে দিলে চাকরি হয়, কেউ ১০ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায়! উনি আদৌ মহিলা কিনা তা নিয়ে সন্দেহ আছে আমার!” এখানেই না থেমে মমতাকে অভিজিতের নিশানা, ”তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করো বলে? রেখা পাত্র গরিব মানুষ। লোকের বাড়িতে কাজ করে। আমাদের প্রার্থী।”

চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে যে কথা বলা হয়েছে তা কোনও ভদ্র মানুষ বলতে পারে বলে মনে হয় না। তাঁর ব্যাখ্যা, ”কাউকে ২০০০ টাকায় কেনা হয়েছে এমন কথা বলা হয়নি। আপনি বুঝেছেন ভুল। এমন কথা বলার মতো অসভ্য চরিত্র আমাদের নয়। নারীদের সম্মান কীভাবে করতে হয় তা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভাল করে জানেন।” বিজেপি প্রার্থী যাতে ভদ্রতার সীমা লঙ্ঘন না করেন সেই বার্তা দিয়েছে তৃণমূল।

Related Articles