ক্ষমতা থাকলে আমার আর অভিষেকের নাম নিয়ে বিজ্ঞাপন করুন, বিজেপিকে এবার কড়া চ্যালেঞ্জ মমতার
If you have power advertise with me and Abhishek's name

The Truth of Bengal: ভোটের জন্য শুধু প্রচার সভাতেই নয়, বিজ্ঞাপনেও বিজেপি মিথ্যাচার করছে। এভাবেই চড়া সুরে গেরুয়া শিবিরকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার বীরভূমের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন,বিজেপি বিজ্ঞাপনের মোড়কে মিথ্যাচার করছে।তৃণমূল কংগ্রেসের বদনাম করার জন্য ব্যক্তিগত আক্রমণ শানাতেও ছাড়ছে না।এপ্রসঙ্গে বিজেপিকে মমতার চ্যালেঞ্জ,টাকা দিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে, মোদীর দল, ক্ষমতা থাকলে আমার আর অভিষেকের নাম নিয়ে বিজ্ঞাপন করো।
আমি দেখতে চাই কত বড় বুকের পাঠা।সাংবাদপত্রে যে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে তা প্রতিটা ভুয়ো,মিথ্যে।মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘রোজ কাগজে এখন বিজ্ঞাপন দিচ্ছে। কিন্তু তিন বছর ধরে একশো দিনের টাকা কেন দেননি? ব্যক্তিগত ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বিজেপি। বিজেপির বিজ্ঞাপনের বিরুদ্ধে আইন অনুযায়ী লড়াই চলবে বলে বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।