‘আমি সাংগঠনিক দায়িত্বে নেই’, বঙ্গ বিজেপির হাইভোল্টেজ বৈঠকে বললেন শুভেন্দু
"I am not in organizational charge", said Subhendu at the high voltage meeting of Bengal BJP

The Truth of Bengal: একদিকে সায়েন্স সিটিতে চলছে চলছে দলের বৈঠক, তখন অন্যদিকে দলের সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মীদের। বিজেপির হাইভোল্টেজ সাংগঠনিক বৈঠকের দিন এমনই ঘটনা ঘটল। দলের সংগঠনের অবস্থা ছাড়াও সদ্য হয়ে যাওয়া লোকসভা ভোটে বিপর্যয়ের কারণ খোঁজার জন্য আজ বুধবার সায়েন্স সিটিতে বৈঠকে বসে বঙ্গ বিজেপি। সেখানে হাজির রাজ্য স্তরের বর বড় নেতা। আছেন আদি-নব্য সব শিবিরের নেতা। কেন দলের এমন ফল হয়েছে তা ব্যাখ্যা করেন দলের নেতারা।
ভোটের খারপ ফল নিয়ে বলতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি বিরোধী দলনেতা, সংগঠনের দায়িত্বে আমি নেই’। এই কথা বলে কার্যত পরাজয়ের দায় ঝেড়ে ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি বলেন, ‘বিজেপি থেকেই আমার রিটায়ারমেন্ট হবে। দুর্বলতা, ব্যর্থতা পরে হবে। লড়াই করতে হবে। আমি মুকুল রায়ের মতো নই। সব ফেলে বিজেপিতে এসেছি।‘ পাশাপাশি রাজ্যের বিরুদ্ধে একরাশ ক্ষোভপ্রকাশ করেন তিনি। জানান, কীভাবে প্রতিমুহূর্তে নির্যাতিত কর্মীদের পাশে দাঁড়ান তিনি। এদিন শুভেন্দুর নিশানায় কারা ছিলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
অন্যদিকে, ‘বুথে বুথে সংগঠন নেই, দলে রদবদল দরকার’ বলে জানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। যে ভাবে দল চলছে, সেই ভাবে চলছে দল ভাল জায়গায় যাবে না বলে কার্যত জানিয়ে দিলেন সৌমিত্র। ব্যারাকপুরে হেরে যাওয়া অর্জুন সিং সংগঠনকে তৃণমূলস্তরে ঢেলে সাজানোর কথা বলেছেন। তিনি বলেন, ’‘দল দায়িত্ব দিলে তৃণমূলস্তরে কাজ করব। দলের সংগঠন শক্তিশালী করার চেষ্টা করব’। দলের বিপর্যয় খুঁজতে সায়েন্স সিটিতে সাংগঠনিক বৈঠকে এই ভাবে সরব হল নেতারা। বৈঠকে হাজির আছেন রাজ্যস্তরের সব বড় নেতা। আছেন আদি নব্য উভয় শিবিরের নেতারা।