
The Truth of Bengal: বিজেপি কী আরও এক প্রতিদ্বন্দ্বী দলের চ্যালেঞ্জের মুখে ? যেভাবে শিবসেনা হিন্দুত্বের ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছে বিজেপির ,সেভাবেই অখিল ভারতীয় হিন্দু মহাসভাও কী বঙ্গে বিজেপির চলার পথ রুদ্ধ করবে?লোকসভা ভোটের আগে এই প্রশ্নই বড় করে উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। এমনিতেই বিজেপির ভোট শতাংশ বিধানসভায় ৩৮শতাংশ থেকে কমে গেছে। বিধানসভায় ৩৮শতাংশ ভোট থাকলেও পঞ্চায়েত নির্বাচনে শতাংশের নিরিখে তাদের ভোট কমেছে ১৫%- এর কাছে। এবার হিন্দু মহাসভা প্রার্থী দিলে ভোট কোথায় দাঁড়াবে এই প্রশ্নই কুড়ে কুড়ে খাচ্ছে বিজেপি নেতৃত্বকে। রাজ্য বিজেপির বিবাদের মুষলপর্ব চলছে বলে বিরোধীরা কটাক্ষ করে। তারমাঝে বিজেপি বনাম হিন্দু মহাসভার লড়াই জমে উঠলে কী হবে?
কয়েকদিন আগেই তাঁদের পোস্টার পড়ে শহরে। বিকল্প রাজনীতির মঞ্চ গড়ার ডাক দেওয়া হয়। এবার সেই রহস্য উন্মোচন করলেন সংগঠনের নেতা চন্দ্রচূড় গোস্বামী। এরমধ্যে রামমন্দির উদ্বোধনের ডাক না পেয়ে বাংলার পুরুলিয়ার অযোধ্য পাহাড়ে ধর্মীয় কর্মসূচির কথা জানিয়েছে তাঁরা। এবার বিজেপিকে রুখতে ময়দানে নামতে তৈরি হচ্ছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভা।
লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ টি কেন্দ্রেই লড়তে চায় তাঁরা।৭৫বছর পর তাঁরা সংসদীয় রাজনীতিতে।একসময় হিন্দুমহাসভা করতেন সোমনাথ চ্যাটার্জির বাবা এনসিচ্যাটার্জি। এবার বহু রাজনৈতিক ব্যক্তিত্বই এই মঞ্চে আসতে পারেন বলে জল্পনা।