কলকাতারাজনীতি

‘পিস ট্রেন’ চালুর প্রস্তাব রাজ্যপালের! পাল্টা ‘সম্প্রীতি’ ট্রেন চালু প্রস্তাব ফিরহাদের

Peace Train Controversy

The Truth of Bengal: রাজ্য ও রাজ্যপালের সংঘাত শেষ হতে চাইছে না। পরপর একাধিক ইস্যুতে জিইয়ে আছে সংঘাতের আবহ। পঞ্চায়েত নির্বাচনের সময় রাজভবনে পিস রুম চালু করেছিলেন। তারপর উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত বাধে। পরে কলেজে কর্মী নিয়োগ নিয়ে স্বচ্ছতার প্রশ্ন তুলে রাজভবনে মনিটরিং সেল খুলেছিলেন। এবার সেই তালিকায় আরও একটি ইস্যু। রাজ্যে ‘পিস ট্রেন’ চালানোর জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রবিবার দিল্লি থেকে ‘অমৃত ভারত’ প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিয়ালদায় সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে তিনি রেলমন্ত্রীর কাছে ‘পিস ট্রেন’ চালু করার প্রস্তাব দিয়েছেন। রাজ্যপাল আবেদন করেছেন, শিয়ালদা থেকে জলপাইগুড়ি পর্যন্ত পিস ট্রেন চালু করা হোক। যে ট্রেনটি জলপাইগুড়ি হয়ে আবার দার্জিলিংয়ে যাবে। কেন এই ভাবনা? এই প্রসঙ্গে রাজ্যপাল জানান, বাংলার সবচেয়ে বড় শত্রু হিংসা ও দুর্নীতি। সেই কারণে পিস ট্রেন চালানোর ভাবনা। তবে রাজ্যপালের এই ভাবনার পেছনে অন্য কারণ দেখছে রাজ্যের শাসক দল।

রাজ্যকে অপদস্থ করার জন্য কেন্দ্রের কাছে পিস ট্রেন চালু করার প্রস্তাব দিয়েছেন। দেশের কাছে রাজ্যের খারাপ ভাবমূর্তি তুলে ধরার জন্য রাজ্যপালের এই প্রয়াস বলে মনে করছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যপালকে তাঁর পরামর্শ, এই রাজ্য থেকে সম্প্রীতি ট্রেন চালু করা হোক। এর আগের রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বারবার অতিসক্রিয়তার অভিযোগ তুলেছিল রাজ্য সরকার। সেই একই অভিযোগ উঠছে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধেও। রাজ্যের সরকারকে অপদস্থ করতে কেন্দ্রের শাসক দল ঘুরিয়ে রাজভবনকে ব্যবহার করছে বলে সরব হয়েছে রাজ্যের শাসক দল। এখন সেই অভিযোগের তালিকা দিন দিন বাড়ছে। এবার সংযোজন হল ‘পিস ট্রেন’।

Related Articles