রাজনীতি

৫ বছরের জন্য বিনামূল্যে রেশন ঘোষণা, কেন্দ্রর দিকে প্রশ্ন তৃণমূলের

Saket Gokhal

The Truth of Bengal: লোকসভা ভোটের আগেই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  আগামী ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন সরবরাহ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন ঘোষণা প্রধানমন্ত্রীর। কিন্তু নির্বাচনী সভা থেকে কেন এই ঘোষণা করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এবার এনিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাল তৃণমূল।

৫ রাজ্যের ভোটের আগে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ।নির্বাচনী জনসভায় কেন এই ঘোষণা প্রশ্ন তৃণমূলের। নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূল সাংসদ সাকেত গোখলের। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার কর্মসূচিকে সম্প্রসারিত করার কথা ঘোষণা করেছেন। এটা তো পলিসি সংক্রান্ত  সিদ্ধান্ত। সেটা তো যে কোনও সময়ই ঘোষণা করা যেত।

প্রসঙ্গত, এমাসে দেশের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই ভোটের প্রচারের ময়দানে নেমেছেন নরেন্দ্র মোদী। শনিবার ছত্তীসগঢ়ের এক সভায় মোদী বলেন, ‘আমি ঠিক করেছি বিজেপি সরকার ঠিক করেছেন আগামী ৫ বছর দেশের ৮০ কোটিরও বেশি মানুষকে ফ্রি রেশন দেবে। আপনাদের  ভালোবাসা ও আশীর্বাদ আমাকে বহু পবিত্র সিদ্ধান্ত নিতে সাহস জুগিয়েছে।’

free Access

Related Articles