রাজনীতি

নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে নজর, পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

Central Election Commission

The Truth of Bengal: ভোট কবে। মার্চ-এপ্রিল না ফেব্রুয়ারিতে এই চর্চাই চলছে।তার মাঝে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছে। লোকসভা নির্বাচন যবেই হোক,তার মাঝে খরচের দিকে বেশি নজর দিতে চায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেজন্য আয়-ব্যয়ের পর্যবেক্ষক নিয়োগ করতে চায় কমিশন। ১৯৯৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৬টি লোকসভা নির্বাচনে খরচ প্রায় ৬ গুণ বেড়েছে। যে খরচ ছিল ৯ হাজার কোটি টাকা সেই খরচ এসে দাঁড়িয়েছে ৫৫ হাজার কোটিতে। আর ক্ষমতাসীন দল নির্বাচনী প্রচারে সবথেকে বেশি ব্যয় করেছে। ২০১৯-এ বিজেপির খরচ বেড়েছে অপ্রত্যাশিতভাবে ৷ এমনকি সেই খরচ  ২০১৯-এর নির্বাচনী খরচকেও ছাপিয়ে যায়।

২০১৬-তে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের খরচকেও ছাপিয়ে যায়।তাই লোকসভার আয়-ব্যয়ের ওপর নজরদারি বাড়াল কমিশন। সেই লক্ষ্যে জাতীয় নির্বাচন কমিশন অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগের  সিদ্ধান্ত নিয়েছে। সংবেদনশীল কেন্দ্রে বিশেষ নজর রাখা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে  রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জরুরী ভিত্তিতে একটি বৈঠকও করেছেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কর্তা থেকে , আয়কর, শুল্ক দফতর,  সহ একাধিক দফতরের প্রতিনিধিরা।

লোকসভা নির্বাচনে ডিজিটাল পদ্ধতিকে ব্যবহার করার যেমন তোড়জোড় দেখা যাচ্ছে তেমনই আবার স্বচ্ছ,নিরপেক্ষ, ব্যয়ের ওপরও জোর দেওয়া হচ্ছে।  চলতি মাসের শেষ সপ্তাহে রাজ্যে  আসবেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার। তার আগেই এবিষয়ে একটি রিপোর্ট তৈরি করা হচ্ছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সম্পূর্ণ রিপোর্ট পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই রাজ্যের তরফে সব তথ্য সংগ্রহ করে রাখতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন।  নির্বাচন শুরুর আগে থেকেই হিসাব বহির্ভূত খরচের ধুম লেগে যায় ভারতে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশনও। একথা বুঝেই  “নির্বাচনী বেনিয়ম রোখার কাজেই বাড়তি নজর দিচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

Related Articles