রাজনীতি

ভোটের জন্য মোদীর ভোলবদল, চাকরি খাওয়ার পর বিজেপির পাল্টি,সিপিএম-বিজেপিকে নিশানা মমতার

Mamata Banerjee

The Truth of Bengal: এসএসসির চাকরিহারা ২৬হাজার  শিক্ষকের মধ্যে অধিকাংশই যোগ্য ,একথা প্রকাশ্যে আসায় ফাঁপরে পড়ে বিজেপি।বাংলায় প্রচারে এসে যোগ্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সমর্থন ধরে রাখতে আইনি সেল খোলার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। তাই প্রচারমঞ্চ থেকে মোদিকে চাঁচাছোলা ভাষায় জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ভোটের দরকার, তাই ৮দিন পর মোদি এসে এসব কথা বলছেন,সিপিএমকে টাকা দিয়ে তো দাঁড় করিয়েছে আপনার দল বিজেপি। ত্রিপুরায় ১০হাজার চাকরি খেয়ে নেওয়ার পর কেন বিজেপি ফিরিয়ে দেয়নি বলেও সুর চড়ান তৃণমূল সুপ্রিমো।

বাংলায় প্রচারে এসে নরেন্দ্র মোদি,বলেন রাজ্যের যাঁরা যোগ্য চাকরি প্রার্থী তাঁদের জন্য আইনি সেল খুলবে বিজেপি।এমনকি যোগ্যদের চাকরি  ও সামাজিক সম্মান রাখার জন্য সোশ্যাল মিডিয়ায় টিম গঠনের প্রতিশ্রুতিও দিচ্ছি।আসলে বিজেপি যোগ্যদের চাকরি খাওয়ার পরে প্যাঁচে পড়ে এই বোধোদয় হচ্ছে বলে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দরকার। তাই আটদিন পরে এসে মোদী এসব কথা বলছেন। এই আটদিনে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেস লড়তে শুরু করে দিয়েছি। আর ২৬ হাজার চাকরি তো আপনি খেয়েছেন।’’মমতার মতে, সিপিএমকে টাকা দিয়ে দাঁড় করিয়েছে বিজেপি। সিপিএম আর বিজেপি একসঙ্গে দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেয়েছে। আর আমরা প্রথম দিন থেকে বলে আসছি এই চাকরি যেতে দেব না। এখন আপনাকে দরকার নেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের

সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি চাকরি খেয়েছে পূর্ব বর্ধমানের রায়না ও পূর্বস্থলীতে দাঁড়িয়ে মোদিকে কড়া জবাব মমতার। নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপা্ধ্যায় আরও বলেন, ‘‘এরা একদিকে চাকরি খাবে আরেক দিকে বড় বড় কথাও বলব। আসলে এরা সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়। আয়নায় নিজের মুখ দেখুন। ত্রিপুরায় সিপিএমের জমানায় যাওয়া ১০ হাজার চাকরি কেন এখনও বিজেপির সরকার ফিরিয়ে দেয়নি সেই প্রশ্নও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আসলে বিজেপির সরকার জিনিসের দাম বাড়িয়েছে, বেকারত্ব বাড়িয়েছে।মোদির প্রচারের দর বাড়লেও মানুষের জীবনের দাম কমেছে বর্তমান সরকারের আমলে।তাই মিথ্যা প্রতিশ্রুতিতে কান না দিয়ে মানুষের হয়ে কাজ করার জন্য তৃণমূলের প্রার্থীদের দুহাত ভরে আর্শীবাদ করার আহ্বানও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Related Articles