১০০ দিনের কাজে দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর অভিযোগ
Corruption in 100 days work

The Truth of Bengal: কলকাতায় এসে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেছেন, পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পেও দুর্নীতির অভিযোগ করেছেন তিনি। তবে রাজ্যের কোনও টাকা আটকে রাখা হয়নি বলে দাবি করেছেন তিনি।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর অভিযোগের পাল্টা জবাব দিয়ে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মিথ্যা বলছেন। রাজ্যের টাকা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক সম্পাদক মহুয়া মৈত্র বলেছেন, “কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিল্লিতে সময় দিয়েও দেখা করেননি। তিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন।”
তৃণমূলের রাজ্য সম্পাদক বিরবাহা হাঁসদা বলেছেন, “কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর অভিযোগ হাস্যকর। তিনি নিজেই দুর্নীতিগ্রস্ত। তিনিই বাংলায় দুর্নীতির হোতা।”
বকেয়া টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য দ্বৈরথ অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর অভিযোগের পর তৃণমূলের পাল্টা জবাব দিয়ে কেন্দ্র-রাজ্য দ্বৈরথ আরও জোরদার হয়েছে।