দুর্নীতিতে যুক্ত থাকলে কড়া ব্যবস্থা, ভূমি রাজস্ব আধিকারিকদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
CM Mamata Banerjee strong messege to BLRO from Siliguri

The Truth of Bengal: দুর্নীতি করলে কাউকে ছাড় নয়। আগেও একাধিকবার এমন হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর নিশানায় সরকারি আধিকারিকরা। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি আধিকারিকদের সতর্ক করে দিলেন।
ভূমি রাজস্ব আধিকারিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর সরাসরি বার্তা, ‘কোনও কোনও বিএলআরও দুষ্টু লোকদের সঙ্গে মিশে জমির পাট্টা নিয়ে দুর্নীতি করছে। আমি মুখ্যসচিবকে বলছি, এঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। যে কোনও দুর্নীতিতে কোনও সরকারি অফিসার যুক্ত থাকলে ছাড়া হবে না। কড়া পদক্ষেপ নিতে হবে।‘ একইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘একটা রাজনৈতিক লোক ৫ টাকা চুরি করলে ১০ বার টিভিতে দেখানো হয়। কিন্তু সরকারি অফিসাররা কোনও দুর্নীতি করলে, আমি কিন্তু ছেড়ে কথা বলব না। দু-একজনের জন্য সকলের বদনাম যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। কারণ সবাই খারাপ নয়।’
এর আগেও ভূমি রাজস্ব দফতরের কাজকর্ম নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। জমি সংক্রান্ত কাগজপত্র নিয়ে সাধারণ মানুষের হয়রানির শিকার হতে হয়। যা জানতে পারলে কড়া পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। বারবার এই দফতরের আধিকারিকদের একাংশের দিকে অভিযোগের আঙুল ওঠায় বাড়তি নজর রাখার কথা বলেন। তারপরও ভূমি রাজস্ব আধিকারিকদের একাংশের দিকে অভিযোগ উঠছে। সেই দুর্নীতি উপড়ে ফেলার জন্য এদিন কার্যত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গ সফরের শেষ দিনে মঙ্গলবার শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানা পরিষেবা প্রদানের পাশাপাশি ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের উদ্দেশে সতর্কবাণী দেন। জমির পাট্টা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় তিনি মুখ্যসচিবকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
Free Access