রাজনীতি

সন্দেশখালিকে বদনাম করতে বিশেষ তথ্যচিত্র বিজেপির, মিথ্যার বেসাতি বলে তোপ তৃণমূলের

BJP's special documentary to defame Sandeshkhali

The Truth of Bengal: সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে ফায়দা তুলতে মরিয়া বিজেপি। এবার সন্দেশখালির ঘটনার কোলাজ ও কিছু মুখ ঢাকা মানুষের বক্তব্য দিয়ে বানানো একটি তথ্যচিত্র সামনে আনা হল বিজেপির তরফে। বৃহস্পতিবারই রাজ্য বিজেপির তথ্যপ্রযুক্তি শাখার তৈরি ‘দ্য বিগ রিভিল– দ্য সন্দেশখালি শকার’ নামে ওই তথ্যচিত্রটি প্রকাশ করা হয়েছে। যেখানে জমি ও নির্যাতন নিয়ে অনেককে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। যদিও সবার মুখ ঢাকা আছে ওই তথ্যচিত্রে।

সন্দেশখালিতে এই মুখ ঢেকে রেখে নানা বিস্ফোরক অভিযোগ আনা প্রসঙ্গে আগেই সরব হয়েছেন এলাকার মহিলার। প্রকাশ্যে তাঁরা জানিয়েছেন, সন্দেশখালিকে বদনাম করা জন্য বাইরে থেকে ভাড়া করে আনা মহিলাদের দিয়ে এইসব অভিযোগ করা হচ্ছে। বিজেপির ইন্ধনে সেই কাজ হচ্ছে বলে দাবি সন্দেশখালির মহিলাদের। বিজেপি এখান থেকে ফায়দা তুলতে চাইছে, আর মাঝখানে বদনাম হচ্ছে সন্দেশখালির—তাই ক্ষোভ ছড়াচ্ছে গোটা এলাকায়।

তথ্যচিত্রে যাদের বক্তব্য দেখানো হয়েছে, তাদের সেই বক্তব্যের সত্যতা এখানও যাচাই হয়নি। বিজেপি মিথ্যার ডালি সাজিয়ে এই তথ্যচিত্র বানিয়েছে বলে সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। তিনি আরও বলেন, ‘বিজেপির চোখ দিয়ে দেখা, বিজেপির মন দিয়ে বোঝা এই তথ্যচিত্রে পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপি মণিপুর নিয়ে তথ্যচিত্র বানায় না। কৃষকদের ওপর আক্রমণ নিয়ে তথ্যচিত্র বানায় না। সন্দেশখালিতে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের গ্রেফতার করা হয়েছে। তাও গোয়েবলসীয় কায়দায় মিথ্যার বেসাতি করতে এই তথ্যচিত্র বানিয়েছে বিজেপি। যা বিশ্বাস করবে না এলাকার মানুষ। কারণ তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থাশীল।‘

এদিকে, সন্দেশখালির পরিস্থিতি আরও স্বাভাবিক করতে সচেষ্ট পুলিশ। বুধবারের পর বৃহস্পতিবারও এলাকা ঘুরে দেখেন রাজ্য পুলিশের ডিজি।

জমি সংক্রান্ত অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। অত্যাচার সংক্রান্ত কোনও অভিযোগ থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। সন্দেশখালিবাসীকে এই ভাবে আশ্বস্ত করেছেন রাজ্যের ডিজি। এলাকার মানুষ আস্থা রাখছে রাজ্য প্রশাসনের ওপর। বাইরের রাজনৈতিক ইন্ধন কোনও ভাবে প্রভাব ফেলুক সন্দেশখালিতে– তা চাইছে না এলাকার মানুষ। তা সত্ত্বেও সন্দেশখালিকে নানা ভাবে বদনাম করা চেষ্টা হচ্ছে। এবার তথ্যচিত্র বানিয়ে গোটা দেশের সামনে সন্দেশখালিকে অপদস্থ করতে চাইছে বিজেপি।

Related Articles