রাজনীতি

নিট-নেট দুর্নীতির জেরে এনটিএ-র চেয়ারম্যানের,পদত্যাগ দাবি বিজেপির ছাত্র সংগঠনের

BJP student union demands resignation of NTA chairman due to net-net corruption

The Truth of Bengal: কেন্দ্রের সরকারের ওপর তৈরি হচ্ছে পাহাড়প্রমাণ চাপ। বিরোধীরা অবিলম্বে নেটও নিটের প্রশ্ন ফাঁসের স্বচ্ছ তদন্ত দাবি করে সরব হয়েছে। তৃণমূল কংগ্রেস এই প্রশ্ন তুলে সোচ্চার হতে চাইছে। বিরোধী শিবির যখন সরকারকে তুলোধনা করতে তৈরি হচ্ছে তখন বিজেপির ছাত্র সংগঠনও এনটিএ-র চেয়ারম্যানের পদত্যাগ দাবি করতে বাধ্য হল। সংঘ ঘনিষ্ঠ ছাত্র সংগঠনের এই প্রতিবাদ আন্দোলন কার্যতঃ বিজেপির অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিল। এন টি এ-ইউজিসি চেয়ারম্যানের পদত্যাগ দাবির পাশাপাশি  সিবিআই তদন্ত দাবি করে  অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কলেজ স্ট্রিট রাজপথে বিক্ষোভ দেখায়।

কুশপুতুল দাহ করে এনটিএ র চেয়ারম্যানের। প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ। এদিতে সুপ্রিম কোর্টের নির্দেশে রবিবার ১,৫৬৩ জন পরীক্ষার্থীর জন্য পুনরায় ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিট-ইউজি নেওয়ার ব্যবস্থা করেছিল এনটিএ ।দেশের ৭টি পরীক্ষাকেন্দ্রে হয় পরীক্ষা।  চণ্ডীগড়ের ৪৪ সেক্টরের সেন্ট জোসেফ সিনিয়র সেকেন্ডারি স্কুলে  পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হয়।

দু’জনের পরীক্ষা দেওয়ার কথা  থাকলেও তাঁরা আসেননি।বিরোধীরা মনে করছে ডাক্তারির প্রবেশিকার পরীক্ষার প্রতি পরীক্ষার্থীদের আস্থা যে কমে যাচ্ছে তা এই ঘটনায় স্পষ্ট ।এই অবস্থায় আস্থা ফেরাতে শিক্ষা মন্ত্রক ঘুঘুর বাসা ভাঙুক দাবি তুলছে, টিএমসিপি-এসএফআইয়ের মতো সংগঠন।কলেজ-বিশ্ববিদ্যালয়ে উত্তাল বিক্ষোভ আন্দোলন তাঁরা জারি রাখতে চায়।বিরোধী ছাত্র সংগঠনের মতোই সংঘ ঘনিষ্ঠ এবিভিপিও মোদি সরকারের শিক্ষায় দুর্নীতি নিয়ে সরব হওয়ায় পড়ুয়ারা চাইছে এবার শিক্ষা মন্ত্রী নৈতিক দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করুন।

Related Articles