রাজনীতি

Tob Exclusive: তিন রাজ্যে জিতলেও বিরাট জনসমর্থন আদায় করতে পারেনি, বিজেপি কি স্বস্তিতে আছে?

BJP Result Three state And INDIA Jot

সিরাজুল ইসলাম

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে ‘সেমিফাইনাল’ হিসেবে হয়ে গেল চারটি বড় রাজ্যের বিধানসভা নির্বাচন। তিনটি রাজ্যে জয় পেয়েছে বিজেপি। একটি রাজ্য ছিনিয়ে নিতে পেরেছে কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে জয় পেয়ে অনেকটাই সুবিধাজনক জায়গায় আছে বিজেপি। রাজস্থান ও ছত্তিশগড় হারিয়ে বেকায়দায় কংগ্রেস। যদিও বিআরএস-এর কাছ থেকে তেলেঙ্গানা ছিনিয়ে নিয়ে মন্দের ভাল ফল করেছে কংগ্রেস।

২০২৪ সালের আগে এই তিনটি রাজ্য নিয়ে কি খুব একটা সুবিধাজনক অবস্থায় থাকতে পারবে বিজেপি? ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, গো-বলয়ের এই তিনটি বড় রাজ্যে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করলেও বিরাট ব্যবধান বাড়াতে পারেনি বিজেপি। মধ্যপ্রদেশের ফলাফলের সার্বিক চিত্র দেখা যাক। এই রাজ্যে বিজেপি মোট ভোট পেয়েছে ২ কোটি ১১ লক্ষ ১৬ হাজার ১৯৭টি। ক্ষমতায় না থাকা কংগ্রেস ভোট পেয়েছে ১ কোটি ৭৫ লক্ষ ৭১ হাজার ৫৮২টি ভোট। কংগ্রেসের থেকে বিজেপির বাড়তি ভোটের ব্যবধান মাত্র ৩৫ লক্ষ ৪৪ হাজার।

মরু রাজ্য রাজস্থানে বিজেপি ক্ষমতা দখল করলেও ভোট পেয়েছে মাত্র ১ কোটি ৬৫ লক্ষ ২৪ হাজার ৭৮৭টি। ক্ষমতা ধরে রাখতে না পারা কংগ্রেস পেয়েছে ১ কোটি ৫৬ লক্ষ ৬৫ হাজার ৯৪৭টি ভোট। বিজেপির সঙ্গে কংগ্রেসের ব্যবধান মাত্র ৮ লক্ষ ৫৮ হাজারের কিছু বেশি ভোট। অর্থাৎ সাড়ে ৪ লক্ষ ভোট কংগ্রেস নিজের দিকে টানতে পারলে বিজেপির সঙ্গে তাদের শক্তি সমান হয়ে যাবে।

ছত্তিশগড়ে বিজেপি মোট ভোট পেয়েছে ৭২ লক্ষ ৩৪ হাজার ৯৬৮টি। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ৬৬ লক্ষ ২ হাজার ৫৮২টি ভোট। বিজেপির সঙ্গে কংগ্রেসের ভোটের ব্যবধান মাত্র ৬ লক্ষ ৩২ হাজার। তিন লক্ষ ভোট কংগ্রেস নিজের দিকে টানতে পারলে ক্ষমতা সমান হয়ে যাবে। ভোটের ফল বলে দিচ্ছে, রাজ্যের শাসন ক্ষমতা দখল করলেও বিজেপি এই রাজ্যে বড় শক্তি হয়ে উঠতে পারেনি।

দুটি রাজ্য হারালেও একটি রাজ্য দখল করতে পেরেছে কংগ্রেস। বিআরএস-এর হাত থেকে ছিনিয়ে নিয়েছে দক্ষিণের তেলেঙ্গানা। এই রাজ্যে বিজেপি পেয়েছে ৩২ লক্ষ ৫৭ হাজার ৫১১টি ভোট। কংগ্রেস পেয়েছে ৯২ লক্ষ ৩৫ হাজার ৭৯২টি ভোট। তেলেঙ্গানায় বিজেপির থেকে কংগ্রেস ৬০ লক্ষ বেশি ভোট পেয়েছে। কংগ্রেসকে কোনও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে পারেনি বিজেপি।

চার রাজ্যের মধ্যে তিন রাজ্য জিতলেও মোট প্রাপ্ত ভোটের নিরিখে বিজেপি অনেকটাই পিছিয়ে আছে কংগ্রেসের থেকে। চার রাজ্যে বিজেপি মোট ভোট পেয়েছে ৪ কোটি ৮১ লক্ষ ৩৩ হাজার ৪৬৩টি। চার রাজ্যের মধ্যে মাত্র একটি রাজ্য দখল করতে পারলেও বিজেপিকে পেছনে ফেলে মোট প্রাপ্ত ভোটে অনেকটাই এগিয়ে আছে কংগ্রেস। চার রাজ্যে কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট ৪ কোটি ৯০ লক্ষ ৭৫ হাজার ৯০৭টি। চার রাজ্য মিলিয়ে বিজেপির থেকে ৯ লক্ষ ৪২ হাজারের বেশি ভোট পেয়েছে কংগ্রেস।

গো-বলয়ের তিন রাজ্যে কংগ্রেস একা লড়াই করে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। রাজনৈতিক মহল মনে করছে, কংগ্রেসের ‘একলা চলো’ নীতির মাসুল দিতে হল। তবে লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে নিশ্চয়ই কংগ্রেস ‘একলা চলো’ নীতিতে অনড় থাকবে না। সে ক্ষেত্রে ‘ইন্ডিয়া’ জোট যদি সার্বিক রূপ পায় তা হলে লড়াই জোরদার হবে। সব ভুলে এখন নিজেদের এককাট্টা করার দিকে নজর দিতে হবে বিরোধীদের। যদি সবার লক্ষ্য হয় কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে সরানো, তা হলে আঞ্চলিক দলগুলিকে কিছুটা ত্যাগ স্বীকার করে আপস করতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে কংগ্রেসকে।

গত ৬ ডিসেম্বর ‘ইন্ডিয়া’ জোটের নির্ধারিত বৈঠক হয়নি। তিন রাজ্যের ভোটের ফলপ্রকাশের পর যে বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকের আগে বেশ কিছু আঞ্চলিক দলের মতান্তর সামনে চলে আসায় ভেস্তে যায় বৈঠক। আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে ‘ইন্ডিয়া’ জোটের পরবর্তী বৈঠকের দিন নির্ধারিত হয়েছে। সেই বৈঠকে আসন রফাই হতে পারে মূল আলোচ্য বিষয়। বিজেপিকে হারানোর জন্য সুষ্ঠু আসন রফা হলে ভাল ফল পেতে পারে ‘ইন্ডিয়া’ জোট। তারই একটা আভাস দিয়ে গেল চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল।

Related Articles