শান্তনুকে সেন্সর করা হোক,চাইছেন বিজেপি নেতারাই জানেন কী কারণে?
BJP leaders want Shantanu to be censored

The Truth of Bengal: বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ জমা করেছেন বিজেপির কর্মীরাই।দিল্লির দরবারে পৌঁছাল সেই নালিশ।মতুয়াগড়ে শান্তনু ঠাকুরের বেফাঁস মন্তব্য বিজেপিকে বিড়ম্বনায় ফেলছে।বাংলায় বিতর্কিত মন্তব্য করায় দিলীপ ঘোষকে অনেক আগে সেন্সর করা হয়েছিল। বারবার বেলাগাম দিলীপ ঘোষকে বাগে আনতে গিয়ে দিল্লির নেতারাও হিমশিম খাচ্ছেন।
এবার শান্তনু ঠাকুরের বেফাঁস মন্তব্য নিয়ে সরব উত্তর ২৪ পরগনা জেলা বিজেপি নেতাদের একাংশ।অবিলম্বে শান্তনু ঠাকুরকে লাগাম টানা না গেলে বিজেপির ভরাডুবি হবে বলে আশঙ্কা দলের নেতাদের একাংশ। তাই রাজনৈতিক নেতাদের একাংশ বলছেন সিএএ বিতর্কের জন্য নানা মহলে প্রশ্নের মুখে পড়ছেন শান্তনু।
এর আগে তিনি ডেডলাইন বেঁধে দেন,যে সিএএ লাগু করা হবে নির্দিষ্ট সময়ে।কিন্তু পরে সেই সিএএ নিয়ে তাঁর বক্তব্য ব্যাকফুটে ফেলে বিজেপিকে।এখন শান্তনুকে লাগাম টানার দাবি বিজেপির ভিতর থেকে ওঠায় কার্যতঃ গেরুয়া শিবির বেশি অস্বস্তিতে।