রাজনীতিরাজ্যের খবর

বীরভূমে সূচপুর দিবস পালন! জেনে নিন এই দিনে কী হয়েছিল

Suchpur Massacre 

The Truth of Bengal: সালটা ২০০০। ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে মা-মাটি-মানুষের দল তৃণমূল। বাংলায় রাজনীতির তখন একটু একটু করে জমি তৈরি করছে। তখন থেকেই বিরোধীদের মাথা ভাঙতে মরিয়া শাসকদল সিপিএম। ২৭ জুলাই ঘটিয়ে ফেলল এক নারকীয় ঘটনা। খুন করা হল ১১ জন খেতমজুরকে। বোমাবাজি, গুলি এবং ধারাল অস্ত্রের কোপেই তাঁরা খুন হন। অভিযোগের তির ছিল স্থানীয় সিপিএম নেতা-কর্মীদের দিকে।

এর পর কেটে গিয়েছে ২২টা বছর। পালাবদল হয়েছে সরকারে। তবু এখনও সেই গণহত্যার স্মৃতিতে শহিদ দিবস পালন করে তৃণমূল। স্থানীয় তৃণমূলনেতৃত্বের দাবি, অন্যান্য বারের তুলনায় এবারে একটু ভালো ভাবে পালন করা হবে সূচপুর দিবস। বাসাপাড়া বাজারে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত বেদি ইতিমধ্যেই রং করা হয়েছে, চলছে পরিষ্কারের কাজ।

দিকে দিকে প্যান্ডেল ও মঞ্চ বাঁধার কাজও শুরু হয়েছে। পাশাপাশি ফুল দিয়ে বাসাপাড়া বাজার এলাকা সাজিয়ে তোলা হবে। এই দিনটি মূলত শোকদিবস হলেও জেলা তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে এক বিশেষ উদ্দীপনা দেখা যায়। নিহত ১১ জনের শহিদ বেদিতে মাল্যদান করে গীতা-কোরাণ পাঠ করে শহিদ-তর্পণ করেন জেলা তৃণমূল নেতৃবৃন্দ।

Related Articles