দেশরাজনীতি
Trending

আজ মহাজোটের বৈঠকে হবে শক্তির সন্ধান

Mahajot

The Truth of Bengal: মঙ্গলবার! দেশের মঙ্গলকামনায় অঙ্গিকারবদ্ধ হতে বিজেপি বিরোধীদলগুলি মহাবৈঠকে বসতে চলেছে। তার আগেই ভেসে উঠেছে এক নতুন জল্পনা। এই নয়া গোষ্ঠীর নামকরণ নিয়ে। কারণ কংগ্রেসমহল থেকেই এই বার্তা দেওয়া হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার কেন্দ্রে শাসন ক্ষমতায় ছিল ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত। ইউপিএ-র চেয়ারপার্সন ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, কালকের সভাতেই সর্বসম্মতভাবে জোটের নতুন নামকরণ হতে পারে। কংগ্রেস একা কিছু ঠিক করবে না। সব দলকে নিয়েই সিদ্ধান্ত হবে। লোকসভা নির্বাচনের জন্য বিজেপি-বিরোধী এই মহাজোটের কমন মিনিমাম প্রোগ্রামের পাশাপাশি রাজ্যেগুলির আসন বণ্টন নিয়েও মঙ্গলবারের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কমন মিনিমান প্রোগ্রাম নিয়ে সাব কমিটি গঠন করা হতে পারে। লোকসভা ভোটে মহাজোটের প্রচার কৌশল নিয়েও এদিন আলোচনা হবে।

সাধারণ নির্বাচনে যৌথ প্রচার কর্মসূচি থেকে পদযাত্রা, সমাবেশ, প্রতিবাদ সভা কীভাবে আয়োজন করা হবে তা নিয়ে একটি সাব কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। সূত্রের খবর, আগামী বাদল অধিবেশনে সংসদে সরকারপক্ষকে কীভাবে পর্যুদস্ত করা যায়, তারও রূপরেখা ঠিক হতে পারে মঙ্গলবারের বৈঠকেই। কারণ, এই বাদল অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোড আনার পরিকল্পনা করছে কেন্দ্র। তার বিরোধিতাসহ, অর্ডিন্যান্স, রেল দুর্ঘটনা, আদানিকাণ্ডে জেপিসি-র দাবিতে সরব হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

Related Articles