
The Truth of Bengal: অবশেষে কি তাহলে ইতি ঘটল বাবুল-ইন্দ্রনীলের ঠাণ্ডা লড়াই? বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় এক ফ্রেমে ধরা পড়লেন দুই গায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বাবুল সুপ্রিয়। মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘরে দুজনকে একসঙ্গে খোসমেজাজে দেখা যায়। কিন্তু আজ থেকে ঠিক চার মাস আগে দুজনের মধ্যে সম্পর্কের দুরত্ব অনেকটা বেড়ে যায়।
সেবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের বাইরে তুমুল তর্কাতর্কি বেধেছিল দুজনের মধ্যে। বাবুল তখন ছিলেন পর্যটন মন্ত্রী এবং ইন্দ্রনীলের দায়িত্বে ছিল তথ্য ও সংস্কৃতি ও কারিগরি শিক্ষা দফতর। এরপর মন্ত্রিসভায় রদবদলের সময়ে পর্যটন দফতর থেকে বাবুলকে সরিয়ে ‘অচিরাচরিত শক্তি উৎস’ দফতরের মন্ত্রী করা হয়। তারপর থেকেই দুই মন্ত্রীর মধ্যে ঠাণ্ডা লড়াই চলছিল।
কিন্তু এবার সেই দুরত্ব ঘুঁচল, সৌজন্যে মন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার বিধানসভায় দুজনকে দেখা গেল খোস মেজাজে। ইন্দ্রনীল ও বাবুল পাশাপাশি বসে কথা বলছেন, হাসিমুখে ছবি তুলছেন। এই ছবি দেখে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে, দুই মন্ত্রীর মধ্যে দূরত্ব কমে এসেছে। এ প্রসঙ্গে ইন্দ্রনীল সেন বলেন, “আমরা দুজনেই সরকারের মন্ত্রী। আমাদের মধ্যে কোনও বিরোধ নেই।”
Free Access