মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলা, অভিযোগ নিশীথ অনুগামীদের দিকে
Attack on minister Udayan Guhar's car, allegations against Nishit followers

The Truth of Bengal: রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলা। দিনহাটার পর এবার ঘুঘুমারি। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন মন্ত্রী। যেখানে প্রচারে যাচ্ছে সেখানে হামলা চলাচ্ছে বিজেপি। এটা নির্বাচন কমিশনের দেখা উচিত বলে আবেদন করেছেন উদয়ন গুহ। বারবার কেন হামলা হচ্ছে? কী করছে নির্বাচন কমিশন? প্রশ্ন তোলেন উদয়ন গুহ।
এদিন এই হামলার প্রতিবাদে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান মন্ত্রী উদয়ন গুহ। ভোটের মুখে উদয়ন-নিশীথের এই দ্বন্দ্বে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বারবার বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। তৃণমূলের তরফে যে অভিযোগ আনা হয়েছে তা অস্বীকার করেছে বিজেপি।
এদিন ঘুঘুমারির এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মন্ত্রীর গাড়ি আক্রান্ত হওয়ায় ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়ে। হামলাকারীরা বেপরোয়া ভাঙচুর চালায় মন্ত্রীর গাড়িতে। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। ঘটনার পর দ্রুত এলাকায় আসে পুলিশ। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।