রাজনীতি

রাহুল গান্ধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, জারি চাইবাসার আদালতের

Arrest warrant against Rahul Gandhi, issued by Chaibasa court

Truth Of Bengal: বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল ঝাড়খণ্ডের চাইবাসার এমপি-এমএলএ আদালত।বিজেপি নেতা প্রতাপ কাটিহার রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা করেন।২০১৮সালে রাহুলের বক্তব্য নিয়ে আপত্তি ওঠে। রাহুল গান্ধী মন্তব্য করেন,কেউ যদি খুনের ঘটনায় আসামী হন,তিনিও বিজেপির সভাপতি হতে পারেন। সেসময় বিজেপির সভাপতি ছিলেন অমিত শাহ। বিজেপি নেতা প্রতাপ কাটিহারের অভিযোগ, রাহুল গান্ধীর বক্তব্য প্ররোচনামূলক। আসলে বিজেপি কর্মীদের অপমান করার জন্যই রাহুল গান্ধী এই ধরণের মন্তব্য করেছেন বলে তিনি আদালতে মামলা দায়ের করেন।

সেইমতো রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। ২০১৮-এর ৯জুলাই রাহুলের বিরুদ্ধে দায়ের হয় মামলা। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা মামলায় ঝাড়খণ্ডের চাইবাসার এমপি-এমএলএ আদালত কড়া বার্তা দিল।  বিজেপি নেতা প্রতাপ কাটিহারের দায়ের করা মামলায়, রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ঝাড়খণ্ডের চাইবাসার এমপি-এমএলএ আদালত। একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে  ২৬ জুন তাঁকে আদালতে হাজিরা  দিতে হবে।

 

Related Articles