মাস্টারমাইন্ড না তবুও কেন আটকে রাখা হয়েছে অনুব্রতকে? সুপ্রিমকোর্টে আবেদন…
Anubrata Mondal Appeal In The Supreme Court

The Truth Of Bengal: গোরুপাচার কাণ্ডে তিনি কখনই মাস্টারমাইন্ড নন।কেন আটকে রাখা হয়েছে জেলে ? এবার সুপ্রিমকোর্টে এই আবেদন করলেন অনুব্রত মণ্ডল।যদিও তাঁর সেই জামিনের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। দীর্ঘ কয়েকমাস ধরে তিহাড় জেলেই রয়েছেন তিনি। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার শুনানি হবে।
গোরু পাচার মামলায় ২০২২ সালে ১১ অগাস্ট গোরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। এই মামলার তদন্তে নেমে একাধিক তথ্য হাতে আসে গোয়েন্দাদের। প্রাথমিকভাবে আসানসোল সংশোধনাগারে রাখা হলেও পরে ৭ মার্চ তাঁকে ইডি দিল্লি নিয়ে যায়। তিনি দীর্ঘ কয়েক মাস দিল্লির তিহাড় জেলে রয়েছেন। এর আগে একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে।এবার সুপ্রিম কোর্টেও তাঁর জামিনের আবেদন গৃহীত হল না। সুপ্রিম কোর্টের শুনানিতে জেলবন্দি অনুব্রত মণ্ডল প্রশ্ন তোলেন, ‘গোরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হক জামিন পেয়েছেন। বিএসএফ আধিকারিক সতীশ কুমার জামিন পেয়েছেন। তিনি কোনওভাবেই পাচারের মাস্টারমাইন্ড নন। তারপরও কেন তাঁকে জেলে আটকে রাখা হয়েছে তাই নিয়ে প্রশ্ন তোলেন অনুব্রত মণ্ডল। তাঁর এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে,তাহলে কী এই চক্রের কোনও বড়সড় মাথা রয়েছে ?
অনেকেই অভিযোগ করেছেন,উত্তরপ্রদেশ থেকে গরু বাংলায় পাচার করার দুষ্কর্মে ভিনরাজ্যের অনেক রাজনীতিকই জড়িত।বিজেপি শাসিত রাজ্যের সিন্ডিকেট নিয়েও অনুব্রত ঘনিষ্ঠরা প্রশ্ন তোলেন।তার মাঝে বীরভূমের আটক নেতার এই মন্তব্যের গভীর তাত্পর্য রয়েছে। এদিকে,. অনুব্রতর জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করেন কেন্দ্রীয় আইনজীবীও অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও চার্জ গঠন করা হোক, তারপর গোটা বিষয়টি আমরা ভেবে দেখা হবে।এখন জানুয়ারির তৃতীয় সপ্তাহে গোরু পাচার সংক্রান্ত মামলার শুনানি রয়েছে।সেদিন তাঁর আইনজীবী আদালতে জোরালো তথ্য তুলে ধরে সওয়াল করতে চান বলেও জানা গেছে।তাই এই বহুল প্রচারিত গোরু পাচারকাণ্ডের কিনারা করতে সিবিআই –ইডি যেমন কোমর বেঁধে নেমেছে,তেমনই আবার অনুব্রত মণ্ডলও তাঁর সঙ্গে এই আন্তঃরাজ্য পাচার চক্রের যোগ কতটা ক্ষীণ তা তুলে ধরার চেষ্টা হচ্ছে বলে জানা যাচ্ছে।
Free Access