
The Truth of Bengal: সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উদ্বোধন করে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী একডালিয়ায় বসল সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি। মূর্তির উন্মোচন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এদিন সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে উঠে এল নানা অজানা কথা। উঠে এলো পড়িহাটের ‘অপারেশন সানসাইন’ প্রসঙ্গ। সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন মমতা। উঠে আসে ছাত্র রাজনীতির সময় সুব্রত মুখোপাধ্যায়ের সান্নিধ্যের কথা।
উঠে আসে শুভ্র মুখোপাধ্যায়ের বাড়িতে মমতার যাতায়াতের প্রসঙ্গ। শহরে বসল সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি। কলকাতা পুরসভার উদ্যোগে এই মূর্তি তৈরি হয়েছে বালিগঞ্জ একডালিয়ায়। মূর্তির উন্মোচন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্মৃতিচারণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সুব্রতদার নেতৃত্বেই আমি রাজনীতিটা শুরু করেছিলাম। শেষ দিন পর্যন্ত তার সঙ্গে আমার সুসম্পর্ক বজায় ছিল। এত সচল, এত জীবন্ত, এত কর্মঠ মানুষ দেখিনি। তাঁর মৃত্যুটা আজও মেনে নিতে পারছি না।
‘ সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে অনেক অজানা কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। স্মরণ করেন ছাত্র আন্দোলনের কথা। গড়িহাটের অপারেশন সানসাইন প্রসঙ্গ উঠে আসে মমতার গলায়। বলেন ‘আমার জন্য জেল খাটতে হয়েছিল সুব্রতদাকে। মমতা বলেন, সুব্রতদা যেখানেই বেড়াতে যেতেন আমার জন্য গিফট নিয়ে আসতেন। আবার আমি সুব্রত থাকি ঝুড়িভাজা খাওয়াতাম। সুব্রত মুখার্জির এই মূর্তির মুখাবয়ব আরেকটু দেখে নেওয়ার পরামর্শ দেন মমতা। এদিনের অনুষ্ঠানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, স্থানীয় বিধায়ক বাবুল সুপ্রিয়, দেবাশীষ কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।