কলকাতারাজনীতি

মনুসংহিতা বিলের ভোটাভুটিতে অনিয়মের অভিযোগ, ওয়াক আউট বিজেপির

Allegations Of Irregularities In The Voting of Manusanhita Bill

The Truth Of Bengal: সংসদে প্রস্তাবিত মনুসংহিতা বিল নিয়ে রাজ্য বিধানসভায় ভোটাভুটি। এই ভোটে অংশ নেয় শাসক-বিরোধীপক্ষের বিধায়করা। প্রস্তাবিত ওই বিলের বিপক্ষে জোরালো সওয়াল করেন শাসক দলের বিধায়করা।ভোটাভুটি নিয়ে ব্যাপক হই হট্টগোল বিধানসভায়। ভোটের ফলপ্রকাশ হয় ,তাতে দেখা যায় ভোটের বিপক্ষে পড়ে ১০১ এবং পক্ষে ৪২টি।

অন্যদিকে মনুসংহিতা বিলের ভোটাভুটিতে অনিয়মের অভিযোগ তোলে বিজেপি। তাঁদের অভিযোগ ভোটাভুটির সময় বাইরে থেকে তৃণমূলের বিধায়ক মন্ত্রীরা ঢুকে পড়ে। এরপরেই ওয়াক আউট করে বিজেপি বিধায়কদের একাংশ।

আবার ওয়াক আউট নিয়ে বিজেপি বিধায়করা দ্বিধাবিভক্ত, তাঁদের মধ্যে বিভাজন দেখতে পাওয়া যায়। অর্ধেক বিধায়ক থেকে গেলেন অধিবেশন কক্ষে আর বাকিরা ওয়াক আউট করে বেরিয়ে আসেন বিধানসভা কক্ষ থেকে।

Free Access

Related Articles