অধীরের ‘ভাইরাল ভিডিয়ো বানানো, কমিশনে জানাল পুলিশ, দায়ের FIR
Adhir's 'viral video made', police told commission, FIR filed

The Truth of Bengal: সম্প্রতি কংগ্রেস সাংসদ অধীর চৌধুরির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে ভিডিয়োতে দেখা যায়, তিনি সাধারণ ভোটারদের তৃণমূলের পরিবর্তে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। মাত্র ৮ সেকেন্ডের এই ভিডিয়োটি বিকৃত করা হয়েছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল কংগ্রেস। ভাইরাল ভিডিয়ো-র পেছনে ষড়যন্ত্র আছে বলে দাবি করে কমিশন অভিযোগ দায়ের করে।
অভিযোগ পেয়ে কমিশন পুলিশকে তদন্ত করতে বলে। প্রাথমিক তদন্তে পুলিশ জানাল অধীরকে নিয়ে ওই ভিডিয়োটি বানানো। নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রাথমিক তদন্ত রিপোর্টে এমনটাই জানিয়েছে পুলিশ। কমিশন অভিযোগ পাওয়ার পর পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছিল। তারপর তদন্ত করে পুলিশ জানাল, এটি বানানো ভিডিয়ো। পুলিশের এই রিপোর্ট পেয়ে কড়া ব্যবস্থা নিতে বলেছে কমিশন। যে আইপি অ্যাড্রেস থেকে ভিডিয়োটি প্রথমে পোস্ট কড়া হয়েছিল ইতিমধ্যে তার হদিশ পেয়েছে পুলিশ। সেই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করেছে পুলিশ। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বহরমপুরে নির্বাচনের আগে এই বিতর্কিত ভিডিয়ো নিয়ে বেশ অস্বস্তিতে পড়েন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি। ৮ সেকেন্ডের ভিডিয়োটি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। কড়া পদক্ষেপ করে কমিশন বুঝিয়ে দিল এমন প্রবণতা কোনও ভাবেই বরদাস্ত কড়া হবে না।