মসনদের লড়াইরাজনীতি

“অধীর চৌধুরী তো বিজেপিতে ভোট দেবেন বলেছেন”- বহরমপুরের সভায় সেই অডিও শোনালেন অভিষেক

"Adhir Chowdhury said he will vote for BJP" - Abhishek played that audio at the Baharampur meeting

The Truth Of Bengal Desk :বহরমপুরে দলীয় প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শো শেষে বহরমপুরবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন অভিষেক। এই বক্তব্যে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর দুটো অডিও ক্লিপিংস শোনান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার মধ্যে একটি অডিও শুনিয়ে অভিষেক বলেন, এখানকার কংগ্রেস প্রার্থী নিজেই বলেছেন বিজেপিকে ভোট দেবেন তিনি। অভিষেকের দাবি, কংগ্রেস প্রার্থী যদি বিজেপিকে ভোট দেয় তাহলে আপনারা কেন কংগ্রেসকে ভোট দেবেন। অধীর চৌধুরীর একটি ভাষণের অডিয়ো সামনে আনেন অভিষেক।

যেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি সমর্থন জানাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী। এমনও বলতে শোনা যাচ্ছে, যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হন তাহলে তিনি নিজে তাঁকে ভোট দেবেন। এই অডিওকে হাতিয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তার মানে তো বিজেপিকে ভোট দেওয়ার কথাই বলছেন এখানকার কংগ্রেস প্রার্থী। এদিনের সভা থেকে অধীর চৌধুরীকে বিজেপির এজেন্ট বলে আক্রমণ করেন তৃণমূলে যুব নেতা। বিজেপির সঙ্গে বোঝাপড়া করে চলেন এখানকার কংগ্রেস প্রার্থী অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে অভিষেক চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, যদি তিনি মিথ্যে বলে থাকেন তাঁর বিরুদ্ধে আদালতে যাক কংগ্রেস। তাঁর বিরুদ্ধে মামলা করুক। চতুর্থ দফায় আগামী ১৩ই মে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন।

এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান। বহরমপুর বাসীর কাছে ইউসুফ পাঠানকে জয়ী করার আহ্বান জানান অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক বলেন, যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিতে চান তারা তৃণমূল প্রার্থীকে ভোট দিন। বিজেপির সঙ্গে বোঝাপড়া করে চলেন এমন প্রার্থীকে ভোট দেবেন না।

Related Articles