lok sabha election 2024: কেন্দ্র ফ্রিতে গ্যাস দিলে ভোটের লড়াই থেকে সরে আসবে তৃণমূল ! কেন এই চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক
lok sabha election 2024: Abhishek's challenge to remove candidates from 42 centers

The Truth of Bengal: বিজেপিকে চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন নির্বাচনী প্রচারে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে ফ্রিতে রান্নার গ্যাস দেওয়া হবে। ক্ষমতা থাকলে বিজেপি পাঁচ বছর ফ্রিতে রান্নার গ্যাস দেওয়ার নোটিফিকেশন জারি করুক। তাহলে রাজ্যের ৪২ টা লোকসভা কেন্দ্র থেকেই তৃণমূল প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে। চ্যালেঞ্জের রাজনীতি অভিষেকের। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে উদ্দেশ্য করে বাংলার বকেয়া টাকা নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন।
মুখোমুখি বসার চ্যালেঞ্জ করেছিলেন। সেই চ্যালেঞ্জ নিয়ে রোজই তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে কটাক্ষ করা হচ্ছে। রাজ্যের বকেয়া টাকা নিয়ে কোন শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি বিজেপি। না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বসার চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপিকে উদ্দেশ্য করে। দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কুলপির জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ ছোড়েন।
বলেন যে বিজেপি প্রচারে বলছে আবার ক্ষমতায় এলে ফ্রিতে রান্নার গ্যাস দেবে বাড়িতে বাড়িতে। ক্ষমতা থাকলে পাঁচ বছর রান্নার গ্যাস ফ্রিতে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করুক কেন্দ্রীয় সরকার। তার চ্যালেঞ্জ কেন্দ্র যদি বিজ্ঞপ্তি জারি করতে পারে তৃণমূল 42 টা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী তুলে নেবে। এদিনের সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন অভিষেক। ইডির বাজেয়াপ্ত টাকা মানুষের মধ্যে বিলি করার প্রতিশ্রুতি নিয়েও এদিন এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রীকে। অভিষেক বলেন এই একই কথা তামিলনাড়ুর এক প্রার্থীকেও বলেছেন প্রধানমন্ত্রী।