রাজনীতি
জনগর্জন সভার পর রাজ্য জুড়ে জনসভা প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee to campaign public meetings across the state after public rally

The Truth of Bengal: আগামী ১০ তারিখ কলকাতার ব্রিগেট প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভা তৃণমূলের। আর তারপরেই লোকসভা কেন্দ্র ধরে জনসভা শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৪ই মার্চ থেকে জেলা সফল শুরু করবে অভিষেক।
রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে জনসভা শুরু করবেন অভিষেক। প্রথম দিন অর্থাৎ ১৪ই মার্চ তার জনসভায় উত্তরের জলপাইগুড়িতে। এরপর ১৬ ই মার্চ পশ্চিম মেদিনীপুরের নারায়ন করে জনসভা করবে অভিষেক। ১৮ই মার্চ এর উত্তরের জেলাতে দক্ষিণ দিনাজপুরে যাবেন অভিষেক।
সেখানে গঙ্গারামপুর স্টেডিয়ামে জনসভা করবেন তিনি। ২০ মার্চ বসিরহাট সভা অভিষেকের। এরপর ২২শে মার্চ পূর্ব বর্ধমান সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।