রাজনীতিরাজ্যের খবর
Trending

বিজেপির বিভাজনের রাজনীতি নিয়ে কড়া ভাষায় সমালোচনা অভিষেকের

Abhishek Banerjee in Panchayat Election Campaign

The Truth of Bengal: নদিয়ার হাঁসখালির প্রচারসভা থেকে আবারও বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সুর চ়ড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিভাবে আচ্ছে দিনের গল্প শুনিয়ে মোদি-শাহরা রাজনৈতিক স্বার্থ মিটিয়েছে তার ব্যাখা দেন তৃণমূল সাংসদ। অভিষেকের অভিযোগ,বিজেপির সরকার বাংলার মানুষের টাকা আটকে রাখছে আর মোদি সরকার ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে  নীরব মোদি,মেহুল চোকসিরা, নীরবে টাকা হাতিয়ে নিয়ে পালাচ্ছে।

জিনিসের দাম আগুন হচ্ছে,বেকারদের চাকরি নেই, নেই দেশবাসীর সামনে দিশা। তৃণমূল যখন কথা দিয়ে কথা রাখছে তখন বিজেপি ভাঁওতা দিচ্ছে বলেও সুর চড়ান সাংসদ। বিজেপির সরকার বিরোধী শাসিত সরকারকে কিছু না দিলেও তৃণমূল সবার উন্নয়নে সার্বিক কাজ করে।দুদলের ভাবনার ফারাকও মতুয়া অধ্যুষিত এলাকার মানুষদের বোঝানোর চেষ্টা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।শুধু বংলার মানুষের একশদিন,আবাসের টাকা আটকে রাখাই নয়,বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে যন্ত্রণা দিতেও কুন্ঠা করে না।

বিজেপি বলছে, ৭২সালের আগের প্রমাণপত্র দেখাতে,কিন্তু সেই প্রমাণ কী প্রধানমন্ত্রী –স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আছে? সেই প্রশ্নও তোলেন অভিষেক।অসমের এনআরসি ইস্যু তুলে ধরে কড়া ভাষায় আক্রমণ শানান । ১১ জুন মতুয়াদের মূল মন্দিরে অভিষেককে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে।সেই প্রসঙ্গ তুলে ধরে তৃণমূল সাংসদ,  বিরোধী দলনেতা  ‘শুভেন্দু অধিকারী থেকে শান্তনু ঠাকুর,দুজনকেই তোপ দাগেন। প্ররোচনার রাজনীতির সমালোচনাও করেন অভিষেক বলেন, ঠাকুরবাড়িতে যেতে হলে এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে’ যেতে হবে।

ধর্ম নিয়ে রাজনীতি থেকে ভাগাভাগির চেনা ছক ভাঙার জন্য মতুয়াদের এগিয়ে আসার ডাকও দেন অভিষেক। মূল্যবৃদ্ধি থেকে ১০০ দিন কাজে কেন্দ্রের বঞ্চনা,  সিএএ-এনআরসি থেকে ইডি-সিবিআইকে কাজে লাগানো, নদিয়ার কৃষ্ণগঞ্জের সভা থেকে বিভিন্ন ইস্যুতে এদিন বিজেপি সরকারকে একহাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তিনি দৃঢ় কণ্ঠে জানিয়ে দেন, গতবারের থেকে এবারের পঞ্চায়েত ভোটে বিজেপির সঙ্গে জয়ের ব্যবধান আরও বাড়বে তৃণমূলের।

Related Articles