রাজনীতি

অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ নয় বিজেপির, গঙ্গারামপুরের সভায় তোপ বিজেপিকে

Abhishek Banerjee in Gangarampur meeting

The Truth of Bengal: লোকসভার নির্বাচনী প্রচারেও তৃণমূলের অন্যতম হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা। সোমবার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে সভা করে বিজেপি প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তোপ দাগেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতির নাম না করে অভিষেক বলেন, যাঁকে ভোট দিয়ে জেতালেন, তিনি বলছেন বাংলার টাকা আটকে রাখো। তাঁকে কি ভোট দেবেন আপনারা? একশো দিনের কাজ, আবাস যোজনায় বাংলার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে? সেই হিসেব দেওয়ার জন্য বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনা যে লোকসভার নির্বাচনী প্রচারে তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে চলেছে তা বুঝিয়ে দেন অভিষেক।

সোমবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা করেন গঙ্গারামপুরে। এই সভা থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তোপ দাগেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতির নাম না করে অভিষেক বলেন, যাঁকে ভোট দিয়ে জেতালেন, তিনি বলছেন বাংলার টাকা আটকে রাখো। তাঁকে কি ভোট দেবেন আপনারা? সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়ে তাঁর ঘোষণা, ১০ পয়সার সঠিক হিসাব দিলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।  কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে বিজেপির নেতাদের খোলাখুলি তর্কযুদ্ধে আসার আহ্বান জানিয়েছিলেন অভিষেক। বিজেপি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেনি বলে জানান অভিষেক।

সভায় আসা প্রত্যেককে বিজেপির এই চ্যালেঞ্জ গ্রহণ না করার কথা এলাকায় ফিরে ২০ জনকে জানানোর কথা বললেন অভিষেক। ১০০ দিনের কাজের প্রকল্পের মতোই আবাস যোজনার ‘বকেয়া’ টাকা মেটাবে রাজ্যের তৃণমূল সরকার। গঙ্গারামপুরের সভা থেকে সেই কথা বললেন অভিষেক। তাঁর বক্তব্য, বিজেপির দয়ায় বাংলা বেঁচে নেই। দু’বছরের মধ্যেই এই কাজ করবে সরকার। কথা না রাখতে পারলে ২০২৬ সালের বিধানসভা ভোটে মানুষ তার জবাব দেবেন।জলপাইগুড়ির ময়নাগুড়ি ও পশ্চিম মেদিনীপুরের বেলদার পর সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর জনগর্জন সভায় ব্যাপক ভিড় হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন তা শুনতে আসনে ততৃণমূল কর্মী-সমর্থকরা। বিজেপি দখলে থাকা এই আসনটি এবার জিততে মরিয়া রাজ্যের শাসক দল। তা বোঝা গেল অভিষেকের কথায়। বিজেপিকে হারাতে কেন্দ্রীয় বঞ্চনাকে যে অন্যতম হাতিয়ার করতে চায় তা উঠে আসে অভিষেকের কথায়।

Related Articles