সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত! রামনবমীর শোভাযাত্রায় মুসলিম সংগঠনের জল-বাতাসা বিতরণ
A unique example of Shantipur's harmony! Muslim organization distributes water and air during Ram Navami procession

Truth Of Bengal: নদিয়া জেলার শান্তিপুরের হরিপুর এলাকায় রামনবমীর শোভাযাত্রায় দেখা গেল সম্প্রীতির এক মনমুগ্ধকর চিত্র। হিন্দু সম্প্রদায়ের এই উৎসবে মুসলিম সম্প্রদায়ের তরফে অংশগ্রহণকারীদের জন্য পানীয় জল ও বাতাসা বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
এই মহৎ উদ্যোগের আয়োজন করেছিল হরিপুরেরই লাব্বাইক নামক একটি সামাজিক সংগঠন। সংস্থার কর্ণধার কাওসার আলী বিশ্বাস জানিয়েছেন, “আমাদের লক্ষ্য মানবসেবা। ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্যেশ্য”। তিনি আরও জানান, সংস্থাটি প্রতিদিন প্রায় ৫০ জন দুস্থ মানুষের জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করে এবং প্রতি শুক্রবার বিভিন্ন স্থানে গিয়ে মানুষদের চিকিৎসা পরিষেবা প্রদান করে।
শোভাযাত্রায় অংশ নেওয়া বহু মানুষ এই উদ্যোগে আনন্দিত ও কৃতজ্ঞ। অনেকে বলেন, “এমন উদ্যোগ সামাজিক সম্প্রীতির শক্ত ভিত গড়ে তোলে”। হিন্দু-মুসলিম সম্প্রীতির এই দৃশ্য কেবল শান্তিপুর নয়, গোটা নদিয়া জেলা জুড়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
স্থানীয়দের আশা, এই সৌহার্দ্যের পরিবেশ ভবিষ্যতেও বজায় থাকবে এবং অন্য এলাকাগুলির জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে। ধর্মের সীমা পেরিয়ে মানবতার জয়গান গাইবে আগামী দিনগুলো।