দেশরাজনীতি
Trending

NDA নাকি INDIA! রাত পোহালেই ৪ রাজ্যের নির্বাচনের ফলাফল বলে দেবে কার পাল্লা ভারী?

4 state election result preview

The Truth of Bengal: ২৪-এর আগে ৫ রাজ্যের ভোটের ফলাফলে লোকসভা নির্বাচনের আভাস মিলবে। সোমবার মিজোরামের ভোটের ফল বেরোবে। আর রবিবার উত্তরভারতের ৩ রাজ্যের ও দক্ষিণভারতের তেলেঙ্গানার ফলপ্রকাশ। এনডিএ না ইন্ডিয়া কার পাল্লা ভারী এই ফলাফলেই তা স্পষ্ট হবে। ভোট পূর্ববর্তী সমীক্ষার মতোই ভোট পরবর্তী সমীক্ষাতেও ইন্ডিয়া জোটের পালে হাওয়া লাগার কথাই উঠে আসছে। অনেক সময় এই ফলাফল না মিলতে পারে।তবে বিরোধীরা বলছে,মোদি ম্যাজিক ম্লান করে  সেমিফাইনালে ইন্ডিয়াজোটের গেমপ্ল্যান সফল হবেই। প্রশ্ন,মোদির চাপ কী বাড়বে, হাসি ফুটবে দিদির মুখে?

বছর অনেক ম্যাজিক দেখেছে দেশবাসী। আর মোদির ভেল্কি দেখতে রাজি নয়, এবার মোদির বদল চাইছে সারাদেশ। বেকারত্ব, বঞ্চনা, ভাগাভাগি, অসহিষ্ণুতা, অবিজেপি রাজ্যগুলোকে ব্রাত্য করে রাখা, এইসব ভুরি ভুরি অভিযোগকে সামনে রেখে সেমিফাইনালের ফল দেখে নিতে চাইছে বিরোধী শিবির। তাই রবিবার ৪ রাজ্যের ভোটের ফল আর সোমবার মিজোরামের ফলপ্রকাশ। কী হবে, এই নির্বাচনে? বিজেপির নেতৃত্বাধীন এনডিএ নাকি কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, কে হাওয়া তুলবে, কার রেসের ঘোড়া বাজিমাত করবে? সেটাই চব্বিশের আগে বড় ফ্যাক্টর।কার স্ট্রাটেজি কতটা কাজ দেবে?

প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নাকি স্থিতাবস্থার পক্ষে জনাদেশ দেখা যাবে এই মিনি-যুদ্ধে? আগেভাগেই শুরু হয়ে গেছে কাউন্ডডাউন। হালচাল বুঝতে ভোট পূর্ববর্তী সমীক্ষার মতোই ভোট পরবর্তী সমীক্ষার রিপোর্টও প্রকাশ্যে এসেছে। অনেক সময়ই এই নমুনা সমীক্ষার ফল আসল রায়ের সঙ্গে মেলে না।ত বুও জনাদেশের পূর্বাভাস বোঝার চেষ্টা করেছেন সমীক্ষকরা। বিশ্লেষকরা সম্ভাবনার কথা তুলে ধরে বলছেন, রাজস্থানে কংগ্রেস কড়া টক্করের মুখে পড়লেও মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ে পরিবর্তনের ঝড় উঠতে চলেছে।

দক্ষিণের রাজ্য কর্ণাটকে বিজেপি ক্ষমতা হারিয়েছে। ইয়েদুরাপ্পার সরকারের পতন হয়েছে। ক্ষমতায় এসেছে কংগ্রেসের নেতৃত্বে নতুন সরকার। হাত বদলের সেই রেওয়াজ এবার তেলেঙ্গানাতেও দেখা যাবে। অর্থাৎ এখানে বিআরএস বা ভারত রাষ্ট্র সমিতির থেকে ক্ষমতা হাতিয়ে নিতে পারে কংগ্রেস।সেই সম্ভাবনার কথাই পোস্টপোল সমীক্ষায় ধরা পড়ছে। বিজেপি এখানে কোনও ফ্যাক্টরই হবে না বলে মনে করছেন সমীক্ষকরা। মঞ্জিরা নদীর তীরে মোদি ম্যাজিকও কাজ করবে না।

তেলেঙ্গানায় কংগ্রেস ৪১ শতাংশের ওপর ভোট পাবে, বিআরএস ৩৯ শতাংশের মধ্যে আটকে থাকবে। আর বিজেপি ১৫ থেকে ১৬ শতাংশের গন্ডি পেরোতে পারবে না বলে আভাস মিলছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো ৩ রাজ্যে কংগ্রেস ৪১ থেকে ৪৩ শতাংশ ভোট পেতে পারে। বিজেপি হাইটেক ক্যাম্পেন করেও তরী তীরে ভেড়াতে পারবে না। মিজোরামে সোমবার ফল। আর এই ৫রাজ্যের  এই সেমিফাইনালে এগিয়ে গেলে বিরোধীরা চব্বিশে  মমতার ওয়ান ইজ টু ওয়ান ফর্মূলা কাজে লাগাতে ঝাঁপাতে চায় বলে আভাস মিলছে।

Free Access

Related Articles