রাজনীতি

‘মোদিজী কা পরিবার’- ১০ প্রার্থী বিরুদ্ধে ২৩৮ টি ক্রিমিনাল কেস

238 criminal cases against 10 candidates

The Truth of bengal: নির্বাচনে নির্ঘন্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত বিজেপির ঘোষিত তালিকা মাত্র ১৯। বাকি কেন্দ্রগুলিতে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। ঘোষিত ১৯ জন প্রার্থীর মধ্যে দশজনেরই বিরুদ্ধে রয়েছে একাধিক ফৌজদারি মামলা। সবচেয়ে বেশি ফৌজদারি মামলা রয়েছে হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। শুধু লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই রয়েছে ৫৯ টি মামলা। বিজেপির ঘোষিত প্রার্থীর পঞ্চাশ শতাংশের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মাধ্যমে এই নিয়ে কটাক্ষ করা হয়েছে।

এক্স হ্যান্ডেলে তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বিজেপির ১০ জন প্রার্থীর বিরুদ্ধে মোট ২৩৮ টি ফৌজদারী মামলা রয়েছে। ওই ১০ জন প্রার্থীর ছবিসহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। ‘মোদি পরিবার’ বলে বিজেপি নেতাকর্মীরা নিজেদের দাবি করছেন বলে কটাক্ষ তৃণমূলের। আর সেই ‘মোদি পরিবার’ উদ্ধৃত করে তৃণমূলের এক্স হেন্ডেলে পোস্ট, ঘোষিত প্রার্থীর ৫০ শতাংশের বিরুদ্ধে রয়েছে ক্রিমিনাল রেকর্ড। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে যারা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের বিরুদ্ধে যেসব ক্রিমিনাল রেকর্ড রয়েছে তা বিজ্ঞাপনের মধ্য দিয়ে সংবাদমাধ্যমে প্রকাশ করতে। কমিশনের নিয়ম অনুযায়ী বিজেপির এইসব প্রার্থীদের বিজ্ঞাপন দিয়ে তাদের এই ক্রিমিনাল রেকর্ড প্রকাশ্যে আনতে হবে।

তৃণমূলের প্রকাশিত তালিকায় রয়েছে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যেমন ৫৯ টি মামলা  তেমনি  কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আছে ৪৪টি মামলা। বিজেপির মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী গৌরীশংকর ঘোষের বিরুদ্ধে রয়েছে ২৩ টি ফৌজদারি মামলা। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র ক্ষার বিরুদ্ধে রয়েছে এরকমই ২২টি মামলা । আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার বিরুদ্ধে রয়েছে ১৮ টি মামলা। মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে এরকম মামলা রয়েছে ১৬ টি। পুরুলিয়ার  জ্যোতির্ময় সিং মাহাতোর বিরুদ্ধে আছে ১৩ টি মামলা।  বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, হিরণ চট্টোপাধ্যায়দের  বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা।

Related Articles