
Truth Of Bengal: চেতনা পত্রিকার বিশেষ সংখ্যা বর্ষীয়ান সাহিত্যিক ‘নব্বই সঞ্জীব চট্টোপাধ্যায়’ বইটি প্রকাশিত হল। ৮০ পাতার এই অসাধারণ বইটির উদ্বোধন করেন চেতনা পত্রিকার সভাপতি, অভিনেতা, বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। ছিলেন লেখক, ডাক্তার নব কুমার বসু , বিখ্যাত লেখক তপন বন্দ্যোপাধ্যায়, অ্যাডভোকেট প্রদীপ তরফদার, সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী আম্রপালি দত্ত, নন্দিনী লাহা, প্রসূন পাঠক, চেতনা পত্রিকার সম্পাদক চপল বিশ্বাস এবং সহযোগী সম্পাদক ইন্দ্রজিৎ আইচ।
সকলেই এই বইটির উচ্চ প্রশংসা করেন এবং খ্যাতনামা বর্ষীয়ান সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় সর্ম্পকে সকলেই আলোকপাত করেন। নদিয়ার বেথুয়াডহরি থেকে দীর্ঘ ৪৫ বছর ধরে এই চেতনা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকাটি প্রকাশ করে আসছেন চপল বিশ্বাস। এবারের আশি পৃষ্ঠার এই সংকলনে আছে সঞ্জীব চট্টোপাধ্যায়কে নিয়ে পনেরো টি প্রবন্ধ, তিনটি শ্রুতি নাটক, দুটি গল্প ও পাঠকের কলম। চমৎকার প্রচ্ছদ করেছেন বিশিষ্ট চিত্র শিল্পী অনুপ রায়।
বইতে লিখেছেন তরুণ মুখোপাধ্যায়, তপন বন্দোপাধ্যায়, অরুন চট্টোপাধ্যায়, রূপক চট্টরাজ, নবকুমার বসু, সুবীর নাগ চৌধুরী, দেবযানী ভৌমিক চক্রবর্তী, ঋতম মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, অরুময় বন্দোপাধ্যায়, আবৃত্তিকার কাজল সুর, কবি কৃষ্ণা বসু, নাট্যকার চন্দন সেন, অভিনেতা ও নির্দেশক চন্দন সেন, চেতনার সম্পাদক চপল বিশ্বাস ও সহ সম্পাদক ইন্দ্রজিৎ আইচ। রয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায় শ্রুতি নাটক ও দুটি ছোটো গল্প। পাঠকের কলম লিখেছেন প্রদীপ তরফদার, আম্রপালি দত্ত, দিলীপ পাল ও উজ্জ্বল বসু। এছাড়া রয়েছে কিছু ছবি। বইটি সংগ্রহে রাখার মতন। এই সংকলনটি সকল পাঠক পাঠিকার ভালো লাগবে। এই বইটির দাম মাত্র ৭৫ টাকা।