গল্প ও কবিতা

বসন্ত উৎসব

Basanta Uṯsab

Truth Of Bengal: মনীষা কর বাগচী: ফাগুন আসে, ফুল ফোটে। ঘরে ঘরে উদযাপিত হয় বসন্ত উৎসব। কোকিলের সুরে সুরে নেচে ওঠে কচিপাতা। আমের মুকুল সৌরভ ছড়ায়। ডাক দিয়ে যায় কানে কানে রঙিন সে সব দিন।

চাঁদ ওঠে আলো ভাসে। হংস মিথুন মত্ত হয় প্রেম লীলায়। নির্জনে প্রতিক্ষার প্রহর গুনি। এল না সে দোল। খেলা হল না আবির কোনদিন। শোনা হল না রবীন্দ্র সঙ্গীত ত্রিবেনীসঙ্গমে। হাঁটা হল না পাশাপাশি শান্তিনিকেতনের মেঠো পথে। গাঁথা হল না কৃষ্ণচূড়ার মালা। রূদ্র পলাশ খোঁপায় দিলে না গুঁজে।

সবকিছু ঠিকঠাক
ঠিকঠাক সবকিছু…!

সত্যিই কি সবকিছু ঠিকঠাক?এলোমেলো স্বপ্ন! সিঁড়ি বেয়ে উঠতে উঠতে নেমে যাই বারবার। শেষ ধাপ ছোঁওয়া হল না আর।

তুমি পারতে। পারতে তুমি নাবিক হতে। রাঙিয়ে দিতে পারতে আদিগন্ত। রোজ ফোটাতে পারতে অশোক, শিমুল, পলাশ।

আমার ঘরে প্রতিদিন পালিত হতো দোল উৎসব।সিঁথিতে জ্বলজ্বল করত আবির-রঙা প্রেম। জ্বলজ্বল করত…